এবারের আইপিএলের স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। সোমবারও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম শতরান করেছেন গুজরাত টাইটান্স তারকা। এরপর ইনস্টা স্টোরিতে শুভমান গিলের ভূয়সী প্রশংসা করেন বিরাট কোহলি। শুভমান গিলের মধ্যেই একমাত্র আগামি প্রজন্মকে নেতৃত্ব দিওয়া সেই যোগ্যতা রয়েছে বলে জানান বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহি লেখেন,”কারও মধ্যে যদি যোগ্যতা থাকে, সেটা হচ্ছে গিল। এ ভাবেই এগিয়ে যাও এবং আগামী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।”
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: আইপিএলে রয়েছে সেঞ্চুরি ও হ্যাটট্রিক দুটিই, চিনে নিন ভারতের একমাত্র ক্রিকেটারকে
আইপিএল ২০২৩-এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ৫৭৬ রান করে ফেলছেন গুজরাত টাইটান্সের ওপেনার। হার্দিক পাণ্ডিয়ার দলের সাফল্যের অন্যতম কারিগর গিল। এবারের আইপিএলের প্রথম দল হিসেবে প্ল অফে জায়গা করে নিয়েছ গুজরাত টাইটান্স। প্লে অফেও গিলের ব্যাটে বড় রান চাইছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এছাড়া আগামি ৮ জুুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলেও রয়েছেন গিল। ওপেনিংয়ে কেএল রাহুলের অনুপস্থিতিতে শুভমান গিলই ভরসা দলের। তার আগে কোহলির এই মন্তব্য নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে শুভমান গিলের।