TRENDING:

Virat Kohli: ভারতের পরবর্তী অধিনায়ক কে? নাম জানিয়ে দিলেন বিরাট কোহলি!

Last Updated:

Virat Kohli: রোহিত শর্মার পর পরবর্তী অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএলের মাধেই ভারতের আগামি অধিনায়ক কে হতে পারে তাঁর খোঁজ দিলেন বিরাট কোহলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এম এস ধোনির নেতৃত্বে টি-২০ ও একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। ধোনির পর উত্তরসুরী হিসেবে ভারতীয় দলের ব্যাটন উঠেছিল বিরাট কোহলি কাঁধে। সাত বছরের বেশি সময় টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। বর্তমানে রোহিত শর্মার কাঁধে দায়িত্ব। কিন্তু হিটম্যানেরও বয়স ৩৬ পেরিয়েছে। ফলে পরবর্তী অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএলের মাঝেই ভারতের আগামি অধিনায়ক কে হতে পারে তাঁর খোঁজ দিলেন বিরাট কোহলি।
advertisement

এবারের আইপিএলের স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। সোমবারও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম শতরান করেছেন গুজরাত টাইটান্স তারকা। এরপর ইনস্টা স্টোরিতে শুভমান গিলের ভূয়সী প্রশংসা করেন বিরাট কোহলি। শুভমান গিলের মধ্যেই একমাত্র আগামি প্রজন্মকে নেতৃত্ব দিওয়া সেই যোগ্যতা রয়েছে বলে জানান বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহি লেখেন,”কারও মধ্যে যদি যোগ্যতা থাকে, সেটা হচ্ছে গিল। এ ভাবেই এগিয়ে যাও এবং আগামী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।”

advertisement

আরও পড়ুনঃ IPL 2023: আইপিএলে রয়েছে সেঞ্চুরি ও হ্যাটট্রিক দুটিই, চিনে নিন ভারতের একমাত্র ক্রিকেটারকে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আইপিএল ২০২৩-এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ৫৭৬ রান করে ফেলছেন গুজরাত টাইটান্সের ওপেনার। হার্দিক পাণ্ডিয়ার দলের সাফল্যের অন্যতম কারিগর গিল। এবারের আইপিএলের প্রথম দল হিসেবে প্ল অফে জায়গা করে নিয়েছ গুজরাত টাইটান্স। প্লে অফেও গিলের ব্যাটে বড় রান চাইছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এছাড়া আগামি ৮ জুুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলেও রয়েছেন গিল। ওপেনিংয়ে কেএল রাহুলের অনুপস্থিতিতে শুভমান গিলই ভরসা দলের। তার আগে কোহলির এই মন্তব্য নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে শুভমান গিলের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: ভারতের পরবর্তী অধিনায়ক কে? নাম জানিয়ে দিলেন বিরাট কোহলি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল