অভযুক্ত ক্রিকেটার এবার আইপিএল ২০২৩-এও খেলেছেন। যে চার দল আইপিএলের প্লে অফে উঠেছিল তাদের মধ্যে একটি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেও দলকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন এই বোলার। যদিও প্লে অফ থেকেই বিদায় নিয়েছিল সেই দল। গত মরশুমের পর এই প্লেয়ার দীর্ঘদিন চোটের কারণে বাইরে ছিল। এবার তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলল তার বউদি।
advertisement
নির্যাতিতার অভিযোগ, ২০১৮ সালে বারণসীতে বৌদ্ধ রীতি অনুযায়ী তাঁর বিয়ে হয়েছিল। তাঁর স্বামীও পুলিশে রয়েছে। নির্যাতিতে জানান, বিয়ের আগে জানতে পারেননি তাঁর স্বামীর আগে আরও একটি বিয়ে রয়েছে। বিয়ের কয়েক দিন পর থেকেই পের জন্য চাপ দিতে থাকে। যার ফলে অশান্তি লেগেই থাকত। ১ বছর সংসারে তাঁকে নানারকমভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ। এরপর তিনি বাপের বাড়ি চলে আসেন।
এরপর নির্যাতিতা আরও জানান, ২০১৯ সালে এখ পরিবারিক অনুষ্ঠানের আছিলায় তাঁকে বাড়িতে ডাকেন তাঁর স্বামী। সেখানেই ওই আইপিএ এল ক্রিকেটার তাঁকে ধর্ষণা করে। বিষয়টি স্বামীকে জানালে তিনিও মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ নির্যাতিতার তিন বছরের ছেলেকে ধর্মান্তরিত করার জন্য চাপ দেওয়া হয়। এরপর প্রয়াগরাজ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। বর্তমানে তদন্তের কারমে অভিযুক্তের নাম প্রকাশ্যে না আনলেও, পরবর্তীতে তদন্তের পর সব জনানো হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।