এবার যে ভিডিওটি সামনে এসেছে সেটি ম্যাচে আগের ভিডিও। সেখানে ম্যাচ শুরুর আগে ব্যাট করতে নামার জন্য তৈরি হয়ে বসে রয়েছেন বিরাট কোহলি। তার সামনে থেকে প্রথম চলে যান সৌরভ। জল খেতে খেতে সৌরভ চলে যান। একবারের জন্যও বিরাট কোহলির দিকে তাকাননি তিনি। যেন খেয়ালই করেননি। এরপর দিল্লি ক্যাপিটালসের অন্যান্য ক্রিকেটার ও কোচিং স্টাফরা যখন বিরাট কোহলির সামনে থেকে যান অনেকেই দাঁড়িয়ে পড়েন, কেউ কোহলিকে দেখে হাসেন, কেউ কথা বলেন। এই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে মধ্যে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা বলছেন এই ভিডিও আরও একটি প্রমাণ সৌরভ-কোহলি দ্বন্দ্বের।
advertisement
আরও পড়ুনঃ 'বিরাট' অহংকার! এবার পাল্টা 'বাপি বাড়ি যা' মহারাজের! কোহলিকে আনফলো করলেন সৌরভ
প্রসঙ্গত, শুধু মাঠেই নয়, সৌরভ-বিরাট সম্পর্ক এতটাই তলানিতে পৌছেছে যে ইনস্টাগ্রামে একে-অপরকে আনফলো করে দিয়েছেন বিরাট কোহলি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া জুড়েও এখন সৌরভ-বিরাট বিতর্ক। রবিবার রাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করছিলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে বর্তমানে ২৭৬ জনকে ফলো করেন বিরাট। এত দিন সেই তালিকায় ছিলেন সৌরভও। এরপর পাল্টা দিতে বেশি দেরি করলেন 'ডাকাবুকো' সৌরভ। সোমবার বেলা গড়াতেই চোখে পড়ে সৌরভও বিরাট কোহলিকে আনফলো করে দিয়েছেন। ইনস্টাগ্রামে এ ১০৬ জনকে ফলো করেন সৌরভ। সেই তালিকায় বিরাট কোহলি নেই।