TRENDING:

ঋষভ পন্থের জায়গায় কে হলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, নিউজ18 বাংলায় প্রথম ঘোষণা সৌরভের

Last Updated:

গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তার জায়গায় দিল্লি ক্যাপিটালসের পরবর্তী অধিনায়ক কে, তা নিয়ে চলছিল জল্পনা। নিউজ18 বাংলার ক্যামেরায় সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম ঘোষণা করলেন দিল্লির পরবর্তী অধিনায়কের নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আসন্ন আইপিএলের দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে? দুর্ঘটনায আহত হয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় আপাতত বেশি কিছু মাস মাঠের বাইরেই থাকতে হবে দিল্লি অধিনায়ককে। তাই আসন্ন আইপিএলে পন্থকে ছাড়াই পুরো টুর্নামেন্ট খেলতে হবে দলকে। ঋষভ যে আইপিএলে নেই তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন সৌরভ। এবার দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ জানিয়ে দিলেন পন্থের পরিবর্তে দিল্লি ফ্রাঞ্চাইজের নয়া অধিনায়কের নাম।
advertisement

নিউজ18 বাংলাকে ইন্টারভিউ দেওয়ার সময়ের সৌরভ বলেন, "আমরা অধিনায়ক ঠিক করে ফেলেছি। ঋষভ না থাকায় দিল্লিকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। ‌পন্থ না থাকাটা অবশ্যই দলের কাছে বড় ক্ষতি। তবে ওয়ার্নার আশা করি অধিনায়ক হিসেবে সফল হবেন। ওয়ার্নার আগেও অধিনায়কত্ব করেছে ও চ্যাম্পিয়ন হয়েছে।" রবিবার থেকে কলকাতার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই দিন ব্যাপী অনুশীলন শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। সৌরভের তত্ত্বাবধানেই সেই শিবির আয়োজিত হচ্ছে। সেখানেই দিল্লির নতুন অধিনায়কের নাম জানান সৌরভ।

advertisement

রবিবার সকাল থেকেই মাঠে উপস্থিত হন মহারাজ। ক্রিকেটারদের হাতে কলমে তাদের ভুল ত্রুটি দেখিয়ে দেন দাদা।‌ সরফরাজ খান, কমলেশ নাগারকোটি, মুকেশ কুমাররা প্রথম দিন অনুশীলনে ছিলেন। এছাড়া যারা রঞ্জির সেমিফাইনালে অংশগ্রহণ করছেন না, এমন ঘরোয়া ক্রিকেটাররা এই শিবিরে উপস্থিত থাকবেন বলে খবর। অনুশীলনে বাংলার এক ক্রিকেটারকে ডাকা হয় এদিন। তাকেও মোটামুটি পছন্দ হয়েছে বলে খবর।

advertisement

আরও পড়ুনঃ ফের রোনাল্ডোকে হারালেন মেসি, সিআরসেভেনের প্রিয় রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন এলএমটেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

অনেকদিন পর মাঠে নেমে কোচিং করলেন সৌরভ। দিল্লি ডিরেক্টর অফ ক্রিকেট বলেন,"আমি সব সময় মাঠে ছিলাম আছি। দিল্লিকে নিয়ে পরিকল্পনা করেছি। এর আগে খুব কাছাকাছি গিয়ে সফল হইনি আমরা। এবার আশা করি চ্যাম্পিয়ন হতে পারব। পন্টিং এর সঙ্গে আগেও কাজ করেছি। আমাদের কথা হয়েছে টিম নিয়ে।" সৌরভ আরও জানান,"ফেব্রুয়ারি মাসের শেষে আরও একটি ক্যাম্প হবে।" আগামী দুদিন সৌরভ অনুশীলনে আসবেন বলে জানিয়ে গেলেন ইন্টারভিউ শেষে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ঋষভ পন্থের জায়গায় কে হলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, নিউজ18 বাংলায় প্রথম ঘোষণা সৌরভের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল