কয়েক মাস আগে পাকিস্তান সুপার লিগের ম্যাচে শাহিদ আফ্রিদির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন আফাগান তারকা। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু এবার আইপিএলে সেই নবীনের সঙ্গে কোহলির ঝামেলায় আফগান তারকাকে সমর্থন করলেন আফ্রিদি। পাকিস্তানের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শাহিদ আফ্রিদি বলেন,”নবীন নকে প্রথমে কোহলি বাজে কথা বলেছিল। সেই কারনেই নবীন রেগে গিয়েছিলেন। আমি নিজে ওকে বল করতে দেখেছি। খুব একটা মাথা গরম করে না। নবীনকে খোঁচা দিলে ও প্রতিক্রিয়া দেয়। এমনিতেও পেসাররা আগ্রাসী হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে সব দোষ বিরাট কোহলির ছিল।”
advertisement
আরও পড়ুনঃ KKR vs SRH: একাধিক পরিবর্তন! বাদ পড়বে তারকারা? হায়দরাবাদের বিরুদ্ধে দলে চমক দিকে পারে কেকেআর
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট কোহলিকে কিছু একটা বলেন নবীন উল হক। সেই সময়ই তেড়ে গিয়ে পাল্টা তার প্রতিক্রিয়া দেন বিরাট কোহলি। উত্তপ্ত পরিস্থতির সৃষ্টি হয়। চলে বাদানুবাদ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অমিত মিশ্রা। দৌড়ে গিয়ে বিরাট কোহলিকে দূরে নিয়ে আসেন ম্যাচ আম্পায়ারও। মিশ্রার সঙ্গেও অল্প বিস্তর বাদানুবাদ হয় কোহলির। বিরাট বোঝানোর চেষ্টা ঝামেলার শুরু নবীন উল হক করেছেন। কোনও ক্রমে পরিস্থিতি শান্ত করা যায়। ফলে আফ্রিদি দাবি ঘিরে উঠছে প্রশ্ন।