টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পঞ্জাব কিংসের। প্রথম থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শিখর ধওয়ানের দল। ৫০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় পঞ্জাবের। প্রভসিমরন সিং ২, অথর্ব তাইদে ১৯, শিখর ধওয়ান ১৭ লিয়াম লিভিংস্টোন ৯ রান করে সাজঘরে ফেরেন। তারপর ম্যাচের রাশ ধরেন স্যান কুরান ও জিতশ শর্মা। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বেশ কিছু আক্রমণাত্মক শটও খেলেন দুজন।
advertisement
৫০ রানের পার্টনারশিপ করেন লিভিংস্টোন ও জিতেশ। দলের ১১৪ রানের মাথায় বিগ হিট করতে গিয়ে আউট হন জিতেশ শর্মা। ২৮ বলে ৪৪ রান করে আউট হন তিনি। এরপর স্যাম কুরানকে সঙ্গ দেন শাহরুখ খান। স্যাম কুরান ধীরে ধীরে রানের গতিবেগ বাড়ানোর চেষ্টা করেন। আক্রমণাত্মক রুপ ধারণ করেম শাহরুখও। দুজন মিলে একের পর এক মারকাটারি শট খেলেন। তাদের ব্যাটেই ১৫০ রাবের গণ্ডি পার করে পঞ্জাব।
অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন স্যাম কুরান ও শাহরুখ খান জুটি। শেষ দুই ওভারে বিধ্বংসী ব্যাটিং করেন স্যাম কুরান ও শাহরুখ খান। আসে ৪৬ রান। ৭৩ রানের পার্টনারশিপ করেন দুজনে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌছে যায় পঞ্জাব কিংস। ৩১ বলে ৪৯ করে অপরাজিত থাকেন স্যাম কুরান ও ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন শাহরুখ খান।