জয়পুরে ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল না রাজস্থান রয়্যালসের। টস জিতলেন ফাফ ডুপ্লেসি। দুপুরের খেলা ও তরউপর রাজস্থানের ড্রাই উইকেটে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করেননি আরসিবি অধিনায়ক। এই উইকেটে স্পিনারদের জন্য আদর্শ। সেখানে দ্বিতীয় ইনিংসের সময় উইকেট আরও ভাঙতে পারে। সেই কথা মাথায় রেখেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। টস জিতলে প্রথমে ব্যাটিং করতেন বলে জানিয়েছেন সঞ্জু স্যামসনও। তবে এখন প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে আটকে রাখা যায় সেটাই লক্ষ্য রাজস্থানের।
advertisement
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জো রুট, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, কেএম আসিফ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ- ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লোমরর, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, হার্শল প্যাটেল, করণ শর্মা, ওয়েন পার্নেল ও মহম্মদ সিরাজ।