TRENDING:

RCB vs RR: ম্যাক্সওয়েল ও ডুপ্লেসির ইনিংসে লড়াইয়ে থাকল আরসিবি, রাজস্থান রয়্যালসের টার্গেট ১৯০

Last Updated:

RCB vs RR: গ্লেন ম্যাক্সও ও ফাফ ডুপ্লেসির অনবদ্য ইনিংস। প্রাথমিক ধাক্কা সামলে তাদের ব্যাটে ভর করেই চিন্নাস্বামীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই করার মত স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করল আরসিবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: গ্লেন ম্যাক্সও ও ফাফ ডুপ্লেসির অনবদ্য ইনিংস। প্রাথমিক ধাক্কা সামলে তাদের ব্যাটে ভর করেই চিন্নাস্বামীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই করার মত স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লাগাতার দ্বিতীয় ম্যাচে আরিসিবির অধিনায়কত্ব করলেও রাজস্থানের বিরুদ্ধে রান পেলেন না বিরাট কোহলি। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করল আরসিবি। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। এছ্ড়া ৬২ রান করেন ফাফ ডুপ্লেসি। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা। একটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল।
advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আরসিবির। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই শূন্য রানে এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। এরপর কিছুটা চমক দিয়ে শাহবাজ আহমেদকে প্রথম ডাউন নামানো হয়। কিন্তু ব্যর্থ হন শাহবাজ। ২ রান করে বোল্টের দ্বিতীয় শিকার হন তিনি। ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। এরপর ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল মিলে দলের রাশ ধরেন। আরসিবির দুই বিদেশী তারকা মারকাটারি ব্যাটিং শুরু করেন। একের পর এক চোখ ধাঁধানো চার-ছয় মেরে ঝড়ে গতিতে এগিয়ে নিয়ে যায় দলের স্কোরবোর্ড। পাওয়ার প্লের মধ্যেই নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলে ডপ্লেসি-ম্যাক্সওয়েল জুটি।

advertisement

পাওয়ার প্লে শেষ হয়ে গেলেও পাওয়ার হিটিং বন্ধ হয়নি ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলর। নিজেদের শতরানের পার্টনারশিপও পুরণ করেন ফেলেন দুই তারকা। ব্যক্তিগত অর্ধশতরানও পূরণ করেন ডুপ্লেিস ও ম্যাক্সওয়েল। এই দুই ব্যাটারের কাঁধে যখন ভর করে যখন বড় স্কোরের স্বপ্ন দেখছে আরসিবি ফ্যানেরা তখনই বিপত্তি। দলের ১৩৯ রানের তৃতীয় উইকেট পড়ে আরিসিবির। ৩৯ বলে ৬২ রান করে রান আউট হন ফাফ ডুপ্লেসি। জুটি ভাঙার পর বেশি সময় ক্রিজে থাকেননি ম্যাক্লওয়েলও। ৪৪ বলে ৭৭ রান করে অশ্বিনের বলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। ১৫৬ রানে চতুর্থ উইকেট পড়ে আরসিবির।

advertisement

আরও পড়ুনঃ KKR vs CSK: কেকেআরের লাগাতার হারের কারণ কী, জানা গেল প্রধান সমস্যা

আরও পড়ুনঃ KKR vs CSK: কে থাকবে দলে আর কে পড়বে বাদ, সিএসকের বিরুদ্ধে কেকেআরের একাদশে একাধিক পরিবর্তন!

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

ডুপ্লেসি ও ম্যাক্সওয়েল ফিরতেই ম্যাচের ফেরে রাজস্থান রয়্যালস। মাহিপল লোমরর ৮ রান করে চাহলের শিকার হন। খাতা না খুলেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন সুয়াশ প্রভুদেশাই। পরপর উইকেট হারিয়ে ফের চাপ পড়ে যায় আরসিবি। রানের গতিবেগও অনেকটা কমে যায়। শেষের দিকে উইকেট আরও দ্রুত উইকেট হারায় আরসিবি। ব্যাটাররা খুব একটা রানের গতিও বাড়াতে পারেনি। হাসরঙ্গা ৬ রান করে রান আউট হয়। বিজয় কুমার ০ ও দীনেশ কার্তির ১৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে আরসিবি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs RR: ম্যাক্সওয়েল ও ডুপ্লেসির ইনিংসে লড়াইয়ে থাকল আরসিবি, রাজস্থান রয়্যালসের টার্গেট ১৯০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল