টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ক্লিক করেন রোহিত শর্মা ও ইশান কিশানের ওপেনিং জুটি। ২০ রানের মধ্যেই সাজঘরে ফেরত যান মুম্বইয়ের তিন তারকা ব্যাটার রোহিত শর্মা, ইশান কিশান ও ক্যামেরন গ্রিন। এরপর সূর্যকুমার যাদব ও তিলক বর্মা কিছুটা দলের স্কোর এগিয়ে নিয়ে যান। কিন্তু বড় স্কোর করতে পারেননি সূর্যকুমার। ১৫ রান করে আউট হন তিনি। একদিকে থেকে উইকেট পড়লেও অপরদিকে গত মরসুমের দুরন্ত ফর্ম ধরে রাখেন তিলক বর্মা। তাকে কিছুটা সঙ্গ দেন নেহাল ওয়েধেরা। দুজন মিলে ৫০ রানের পার্টনারশিপ করেন। ৯৮ রানে পঞ্চম উইকেট পড়ে। ২১ রান করে আউট হন নেহাল ওয়েধেরা।
advertisement
এদিন মুম্বই ইন্ডিয়ান্স দলকে একার হাতে টানেন তিলক বর্মা। নিজের অর্ধশতরানও পূরণ করেন। বেশ কিছু অনবদ্য শট খেলেন তিনি। কিন্তু নিরাশ করেন টিম ডেভিডও। ৪ রান করে আউট হন তিনি। হৃত্ত্বিক শকিন আউট হন ৫ রানে। তবে লড়াই চালিয়ে যান তিলক বর্মা। শেষের দিকে আরশাদ খান ও তিলক বর্মা মিলে একটা ঝড়ো পার্টনারশিপ করেন। ৪৮ রান যোগ করেন তারা। শেষ পর্যন্ত ১৭১ রানে শেষ হয় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। ৪৬ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মা ও আরশাদ খান অপরাজিত থাকেন ১৫ রানে। ম্যাচ জেতার জন্য আরসিবির টার্গেট ১৭২ রান।