বর্তমানে ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারের সৌজন্যে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি। ধারাবাহিকতার অভাব আরসিবির প্রধান সমস্যা। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হারের পর ঘুড়ে দাঁড়াতে মরিয়া ব্যাঙ্গালোর। এই ম্যাচ থেকে অধিনায়ক হিসেবে ফেরার কথা ফাফ ডুপ্লেসির। অপরদিকে, ৮ ম্যাচে ৫ জয় ৩ হারের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লখনউ। আজ জিতলেই গুজরাতের থেকে এর ম্যাচ বেশি খেলে শীর্ষে পৌছবে এলএসজি। ফলে আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হলে তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। এক ঝলকে দেখে নিন আরসিবি বনাম এলএসজি ম্যাচের সম্ভাব্য একাদশ।
advertisement
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কাইল মায়ের্স, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, ক্রুণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, যশ ঠাকুর, আবেশ খান, নবীন-উল-হক এবং রবি বিষ্ণোই। ইমপ্যাক্ট প্লেয়ার: কৃষ্ণাপ্পা গৌতম, অমিত মিশ্রা, মার্ক উড, মনন ভোরা।
আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'
আরও পড়ুনঃ MS Dhoni: পাওয়া গেল নতুন এম এস ধোনির খোঁজ! সন্ধান দিলেন কিংবদন্তী ভারতীয় তারকা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ: ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলি, মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেসাই, ডেভিড উইলি, হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার: করণ শর্মা, বিজয়কুমার ভিশক, আকাশ দীপ, অনুজ রাওয়াত।