গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সাথ দিল লখনউ সুপার জায়ান্টসের। চিন্নাস্বামীতে রাতের খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে কোনও দেরি করেননি কেএল রাহুল। এই মাঠে রান তাড়া করার রেকর্ড এতটাই ভালো সেই কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত রাহুলের। রাতের দিকে এই উইকেট আরও ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। অপরদিকে, টস হারলেও ঘরের মাঠে বড় স্কোর করে লখনউকে চাপে রাখার লক্ষ্যেই নামছে ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলিরা। দলের দুই মহাতারকার কাছে প্রথম ম্যাচে ফর্ম দেখার অপেক্ষায় ফ্যানেরা।
advertisement
আরসিবির প্রথম একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাহিপল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, হার্শল প্যাটেল, মহম্মদ সিরাজ।
আরও পড়ুনঃ Rinku Singh: বড় রহস্য ফাঁস! অন্যের 'চুরি' করা ব্যাটে ৫ ছক্কা মারেন রিঙ্কু, জানালেন ব্যাটের মালিক
লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, নিকোলাস পুরান (উইকেট কিপার), দীপক হুডা, মার্কাস স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়া, অমিত মিশ্রা, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট, মার্ক উড, আভেশ খান।