TRENDING:

RCB vs GT: লিগ টপারদের হারিয়েই প্লে অফের টিকিট পাকা করতে বদ্ধপরিকর আরসিবি, হার্দিকদের লক্ষ্য 'মিশন ২০'

Last Updated:

RCB vs GT: গ্রুপ লিগের শেষ ম্যাচ ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেলবে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা। প্লে অফের টিকিট পাকা করতে গেলে এই ম্যাচে জয় ছাড়া গতি নেই আরসিবির কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্গালোর: সুপার সানডের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স। গ্রুপ লিগের শেষ ম্যাচ ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেলবে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা। প্লে অফের টিকিট পাকা করতে গেলে এই ম্যাচে জয় ছাড়া গতি নেই আরসিবির কাছে। মুম্বই যদি বড় ব্যবধানে জেতে তখন আবার থাকবে রান রেটের হিসেবও। ফলে নিজেদের পাশাপাশি মুম্বই ম্যাচের দিকেও নজর থাকবে আরসিবির।
advertisement

শেষ দুটি ম্যাচে রাজস্থান ও হায়দরাবাদকে ডমিনেট করে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যেই কারণে বর্তমানে ১৩ ম্যাচ ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আরসিবি। নেট রেন রেট +০.১৮০। ঘরের মাঠে হলেও লিগ টপার গুজরাতের বিরুদ্ধে লড়াইটা যে মোটেই সহজ নয় তা ভাল করেই জানে ব্যাঙ্গালোর। তবে ব্যাটিংয়ে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের ফর্ম ভরসা দিচ্ছে আরসিবি টিম ম্যানেজমেন্ট ও ফ্যানেদের। তবে এই তিন তারকার পর অন্যান্য ব্যাটারদের ধারাবাহিকতার অভাব উইক পয়েন্ট আরসিবির।

advertisement

গুজরাতের মত শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে লড়াই করার জন্য আরসিবির বোলিং লাইনকেও আরও বেশি ধারাবাহিক হতে হবে। কারণ একমাত্র মহম্মদ সিরাজ ছাড়া এই মরসুমে কোনও আরসিবি বোলার ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি। হার্শল প্যাটেল একেবারেই নিজের সেরা ছন্দে নেই। ব্যাটিংকে শক্তিশালী করতে ওয়ানিন্দু হাসরঙ্গার বদলে খেলছেন মাইকেল ব্রেসওয়েল। শাহবাজ আহমেদও এই মরসুমে ফিকে। তবে ডু অর ডাই ম্যাচে সেরাটা না দিতে পারলে ১৬তম মরসুমেও অধরা থেকে যাবে আরসিবির আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন।

advertisement

আরও পড়ুনঃ Virat Kohli: শতরানের পর আদর করে কোহলিকে নতুন নাম দিলেন অনুষ্কা! যা আপনার কল্পনার বাইরে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অপরদিকে, লিগ টপার হিসেবে সবার আগে এই মরসুমে প্লে অফে জায়গা পাকা করেছে গুজরাত টাইটান্স। গত মরসুমে যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই এবার ধারাবাহিকভাবে পারফর্ম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জিৎ-হার কোনও গুরুক্ব না রাখলেও, প্লে অফেপ আগে জয়ের আত্মবিশ্বাসটা ধরে রাখাই লক্ষ্য গুজরাতের। তবে এই ম্যাচে রিজার্ভ বেঞ্চের বেশ কিছু প্লেয়ার সুযোগ পেতে পারেন। বিশ্রাম দেওয়া হতে পারে প্রথম একাদশের কয়েক জনকে। তবে ১৮ থেকে ২০ পয়েন্টেই লিগ শেষ করতে মরিয়া গুজরাত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs GT: লিগ টপারদের হারিয়েই প্লে অফের টিকিট পাকা করতে বদ্ধপরিকর আরসিবি, হার্দিকদের লক্ষ্য 'মিশন ২০'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল