কথা হচ্ছে শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের। পাঠানের আগে শাহরুখের ফ্লপ ছবি ও বলিউডের খারাপ অবস্থার মত সময় খারাপ যাচ্ছে কেকেআরেও। ২০১৪ সালে শেষ বার ট্রফি জয়। তারপর আর সাফল্যের দেখা নেই নাইটদের। মাঝে ২০২১ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। গৌতম গম্ভীরের পর দীনেশ কার্তিক, ইয়ন মর্গানরা অধিনায়ক হলেও ভাগ্য ফেরেনি। গত মরসুমে অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারকে নিয়ে আসা হলেও ফলাফল সেই একই।
advertisement
৩১ তারিখ থেকে শুরু হতে চলা আইপিএলের নতুন মরসুমে চোটের কারণে পাওয়া যাবে না শ্রেয়স আইয়রকে। কবে দলে ফিরবেন তা নিয়ে কোনও নিশ্চয়তা না থাকলেও, এটুকু নিশ্চিৎ যে প্রতিযোগিতার প্রথমার্ধে শ্রেয়সকে পাচ্ছে না নাইট। এউ পরিস্থিতিতে দলের নতুন 'পাঠান' অর্থাৎ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কেকেআরের দীর্ঘ দিনের অভিজ্ঞ ক্রিকেটার নীতিশ রানাকে। ২০১৮ থেকে কেকেআরে খেলছেন নীতিশ। চরম সঙ্কটের মুহূর্তে তার উপরই আস্থা রেখেছে কিং খানের দল। এবার দেখার তিনিও 'পাঠান' হয়ে সাফল্য এনে দিতে পারেন কিনা।
আরও পড়ুনঃ Viral Video: খুদেকে বাঁচাতে নিলেন প্রাণের ঝুঁকি, নেটিজেনদের মন জিতে নিলেন ক্যারিবিয়ান অধিনায়ক
নীতিশ রানাকে অধিনায়ক করার প্রধান করান হল তিনি দলের নিয়মিত সদস্য। ২০১৮ থেকে প্রতি মরসুমেই কম-বেশি ধারাবাহিকভাবে রান করেছেন। পার্ট টাইম অফ স্পিন বোলিংও করে থাকেন তিনি। আর প্রতিযোগিচার দ্বিতীয়ার্ধে যদি শ্রেয়স আইয়র দলে ফেরে তাহলে তাকে অধিনায়কত্ব থেকে সরাতে খুব একটা সমস্যা হবে না। তবে এই সুযোগকেই কাজে লাগাতে মুখিয়ে রয়েছেন নীতিশ। সীমিত সুযোগে যদি খুব ভালো কিছু রেজাল্ট এনে দিতে পারেন তাহলে পাকাপাকি অধিনায়কত্বের সিংহাসনের দাবিদার হয়ে উঠবেন।