TRENDING:

IPL 2023 Mini Auctions: আইপিএল ২০২৩-এর মিনি নিলাম; কবে, কখন, কোথায় হবে? কোন ক্রিকেটারের বেস প্রাইজ কত, জেনে নিন

Last Updated:

IPL 2023 Mini Auctions: কোচিতে আইপিএল ২০২৩-এর নিলাম হবে ২৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার। সাড়ে ১২টায় নিলাম শুরু হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচি: অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। টুর্নামেন্ট শুরুর আগে এখন এই দিকেই চোখ তামাম ক্রিকেট অনুরাগীর। কোন টিম কোন খেলোয়াড়কে তুলে নেবে তা জানতে আগ্রহ সবার। স্যাম কুরান, বেন স্টোকসদের জন্য ঝাঁপাবে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসরা। টুর্নামেন্ট শুরু হতে হাতে গোনা আর কয়েকদিন বাকি। এখানে রইল আইপিএল ২০২৩ মিনি নিলামের যাবতীয় খুঁটিনাটি।
advertisement

আইপিএল ২০২৩ নিলামের তারিখ, সময়, স্থান: কোচিতে আইপিএল ২০২৩-এর নিলাম হবে ২৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার। সাড়ে ১২টায় নিলাম শুরু হবে।

আইপিএল ২০২৩ নিলামের নিয়ম: প্রতিটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় কিনতে তাদের বাজেটের ৭৫ শতাংশ খরচ করতে পারবে। তার বেশি নয়। বিগত কয়েক বছরের মতো এবারের নিলামেও কোনও রাইট টু ম্যাচ কার্ড থাকছে না। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্কোয়াডে কমপক্ষে ১৮ জন এবং সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখতে পারে।

advertisement

আইপিএল ২০২৩ নিলামে প্রতিটি দলের পার্স ভ্যালু: 

মুম্বই ইন্ডিয়ান্স – ২০.০৫ কোটি টাকা(১২ স্লট)।

চেন্নাই সুপার কিংস – ২০.৪৫ কোটি টাকা (৯ স্লট)।

দিল্লি ক্যাপিটালস – ১৯.৩৪ কোটি টাকা (৭ স্লট)।

গুজরাত টাইটান্স – ১৯.২৫ কোটি টাকা (১০ স্লট)।

advertisement

কলকাতা নাইট রাইডার্স – ৭.০৫ কোটি টাকা (১৪ স্লট)।

লখনউ সুপার জায়ান্টস – ২৩.৩৫ কোটি টাকা (১৪ স্লট)।

পঞ্জাব কিংস – ৩২.২ কোটি টাকা (১২ স্লট)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৮.৭৫ কোটি টাকা (৯ স্লট)।

রাজস্থান রয়্যালস – ১৩.২ কোটি টাকা (১৩ স্লট)।

advertisement

সানরাইজার্স হায়দরাবাদ – ৪২.২৫ কোটি টাকা (১৭ স্লট)।

আইপিএল ২০২৩-এ বেস প্রাইস-সহ ক্রিকেটারদের তালিকা: ২ কোটি বেস প্রাইস - টম ব্যান্টন, স্যাম কুরান, ক্রিস জর্ডন, টাইমাল মাইলস, জেমি ওভারটন, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, কেন উইলিয়ামসন, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, রিলি রোসোউ, রাসি ভ্যান ডার ডুসেন, জেসন হোল্ডার, নিকোলাস পুরান।

advertisement

১.৫ কোটি বেস প্রাইস: শন অ্যাবট, রিলি মেরেডিথ, ঝিয়ে রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ডেভিড মালান, জেসন রয়, শেরফেন রাদারফোর্ড, ন্যাথান কুটার-নাইল।

১ কোটি বেস প্রাইস: মায়াঙ্ক আগরওয়াল, মণীশ পান্ডে, মহম্মদ নবি, মুজিব উর রহমান, ময়েসেস হেনরিকস, অ্যান্ড্রু টাই, জো রুট, লুক উড, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, ট্যাব্রাইজ শামসি , কুশল পেরেরা, রোস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শাই হোপ, ডেভিড উইজ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আইপিএল ২০২৩-এর মিনি নিলাম কোথায় দেখা যাবে: আইপিএল ২০২৩-এর মিনি নিলাম স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি জিও সিনেমা অ্যাপেও অনলাইন স্ট্রিমিং দেখা যাবে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Mini Auctions: আইপিএল ২০২৩-এর মিনি নিলাম; কবে, কখন, কোথায় হবে? কোন ক্রিকেটারের বেস প্রাইজ কত, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল