ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। যা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। কারণ প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে আটকে রেখে বা প্রতিপক্ষ যা টার্গট দেবে তা তাড়াতাড়ি চেজ করে ম্যাচ জিততে পারলে আরসিবিকে টপকানোর সুযোগ থাকবে মুম্বইয়ের কাছে। এদিনের ম্যাচে মুম্বই দলে একটি পরিবর্তন হয়েছে। ঋত্ত্বিক শকিনের জায়গায় দলে জায়গা পেয়েছেন কুমার কার্তিকে। অপরদিকে, টস হারলেও বড় স্কোর করে মুম্বইকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্য এসআরএইচের।
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ভিভরান্ত শর্মা, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, হ্যারি ব্রুক, নীতিশ কুমার রেড্ডি, গ্লেন ফিলিপস, স্যানভির সিং, মায়াঙ্ক দাগার, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পাযুশ চাওলা, জেসন বেহরনড্রফ, কুমার কার্তিকে, আকাশ মাধওয়াল।