বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হেড কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন লারা। এদিন ইডেনে বেল বাজানোর সময ব্রায়ান লারার সঙ্গে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য ক্রিকেট কর্তারা। ক্যারিবিয়ান কিংবদন্তীকে এত কাছ থেকে দেখার জন্য ইডেন গার্ডেন্স উপস্থিত ফ্যানেদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। হাসি মুখে বেল বাজান লারা। এমন সম্মান পেয়ে খুশি টেস্চ ক্রিকেটে আকমাত্র ব্যাটার হিসেবে ৪০০ রানের মালিক।
advertisement
আরও পড়ুনঃ KKR vs SRH: এ কী কাণ্ড! ইডেনের সামনে রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছেন সুনীল নারিন? ব্যাপারটা কী
প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ১৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন ব্রায়ান চার্লস লারা। মোট রান করেছেন ১১৯৫৩। শতরান ৩৪টি, দ্বিশতরান ৯টি, অর্ধশতরান ৪৮টি। সর্বোচ্চ স্কোর ৪০০। গড় ৫২.৮৯। এছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৯৯টি ম্যাচ খেলেছেন ব্রায়ান লারা। ওডিআই ক্রিকেটেও একইভাবে কথা বলেছে লারার ব্যাট। ২৯৯ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১০৪০৫ রান। শতরান ১৯টি, অর্ধশতরান ৬৩টি, গড় ৪০.১৭, সর্বোচ্চ ১৬৯ রান।