TRENDING:

KKR vs SRH: নিজামের শহরে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের, ইডেনে হারের বদলা নিতে কতটা তৈরি নাইটরা

Last Updated:

KKR vs SRH: একদিকে প্রতিযোগিতায় টিকে থাকার শেষ আশায়। বাকি সব ম্যাচই ডু অর ডাই। অপরদিকে, ঘরের মাঠে হারের বদলা নেওয়ার সুযোগ প্রতিপক্ষের ঘরে ঢুকে। এমনই পরিস্থিতিতে বৃহস্পতিবার নিজামের শহরে সানরাইজার্স হায়দপাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকতা নাইট রাইডার্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: একদিকে প্রতিযোগিতায় টিকে থাকার শেষ আশা। বাকি সব ম্যাচই ডু অর ডাই। অপরদিকে, ঘরের মাঠে হারের বদলা নেওয়ার সুযোগ প্রতিপক্ষের ঘরে ঢুকে। এমনই পরিস্থিতিতে বৃহস্পতিবার নিজামের শহরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকতা নাইট রাইডার্স। বর্তমানে ৯ ম্যাচে মাত্র ৩টি জয় ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ নম্বরে রয়েছে কেকেআর। অরেঞ্জ আর্মির পরিস্থিতিও একই রকম। সানরাইজার্সও ৯ ম্যাচে ৬ পয়েন্ট। ফলে তাদের কাছে জয় ছাড়া গতি নেই। ফলে লক্ষ্মীবারে নিজামের শহরে আরও একটি ‘নেল বাইটিং’ ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
কেকেআর বনাম হায়দারাবাদ
কেকেআর বনাম হায়দারাবাদ
advertisement

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে একেবারেই স্বস্তিতে নেই নাইটরা। আরসিবির বিরুদ্ধে যে জয় আশা জাগিয়েছিল ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে ব্যাটে-বলে খারাপ পারফরম্যান্স বড়সড় ধাক্কা দিয়েছে। কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে চন্দ্রকান্ত পন্ডিত ও নীতিশ রানার দলের। ব্যাটার ও বোলারদের ধারাবাহিকতার অভাব সবথেকে বড় সমস্যা। এদিনের ম্যাচেও সমস্যা থাকায় অনিশ্চিৎ জেসন রয় ও উমেশ যাদব। তবে গত ম্যাচে গুরবাজ জেসন রয়ের পরিবর্তে এসে রান পেয়েছে। এছাড়াও দলে কয়েকটি পরিবর্তন হতে পারে। বোলিং লাইনে স্পিন কেকেআরের প্রধান ভরসা হলেও বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সুয়াশ শর্মাদের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন। তবে সানরাউজার্সের বিরুদ্ধে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরেরষ সেই পরিস্থিতি ঘুরে দাঁড়াতে মরিয়া নাইটরা।

advertisement

আরও পড়ুনঃ Kohli Gambhir Fight: কোহলি সম্পর্কে তাঁর কী ধারণা, পুরনো ভিডিওতে গম্ভীরের মন্তব্য ঘিরে তোলপার নেট দুনিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অপরদিকে, পয়েন্ট কেকেআরের সমান হলেও শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে সানরাইজার্সে। অভিষেক শর্মা, হানরিক ক্লাসেনরা শেষ ম্যাচে বড় রান পেয়েছে। হ্যারি ব্রুক কেকেআরের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে শতরান করেছিলেন। দ্বিতীয় সাক্ষাতে ইংল্যান্ড তারকার কাছে বড় ইনিংস দেখার অপেক্ষায় অরেঞ্জ আর্মির ফ্যানেরা। এছাড়া এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠীরাও ছন্দে রয়েছে। তবে মায়াঙ্ক আগরওয়ালের অফ ফর্ম চিন্তায় রেখেছে দলকে। বোলিংয়েও ধারাবাহিকতার অভাব রয়েছে হায়দরাবাদের। উমরান মালিক একেবারেই ছন্দে নেই। চোটের কারণে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে ঘরের মাঠের চেনা উইকেটে সেরাটা দিতে প্রস্তুত ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মার্কান্ডেরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH: নিজামের শহরে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের, ইডেনে হারের বদলা নিতে কতটা তৈরি নাইটরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল