প্রথম দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে জয়ে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের বিরুদ্ধে নামার আগে দলের শক্তি ও দুর্বলতা জানতে কার্যত 'গুপ্তচরের' সাহায্য নিচ্ছে হায়দরাবাদ। আসলে সানরাইজার্স দলের অন্যতম প্রধান ব্যাটার রাহুল ত্রিপাঠী। তিনি দীর্ঘ দিন খেলেছেন কেকেআরে। নাইটদের বিরুদ্ধে রণনীতি তৈরি করতে রাহুল ত্রিপাঠীর সাহায্য নিচ্ছে হায়দরাবাদ। কেকেআর প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুবাদে তাদের শক্তিও দুর্বলতার নানা দিক জানিয়ে বর্তমান দলকে সাহায্য করেছেন রাহুল ত্রিপাঠী।
advertisement
কেকেআরের বিরুদ্ধে নামার আগে যে রাহুল ত্রিপাঠীর সাহায্য নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ সেই কথা জানিয়েছেন খোদ অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে মার্করাম বলেন,"রাহুল আমাদের অনেক কিছু বলেছে। প্রতিপক্ষের ক্রিকেটার দলে থাকার এটাই সুবিধা। সেই সব তথ্য নিয়ে আমরা পরিকল্পনা করেছি। আশা করছি মাঠে কাজে লাগাতে পারব।" তবে কেকেআরও যে খুব শক্তিশালী দল ও ঘরের মাঠে তারা কতটা ভয়ঙ্কর সেই কথা স্বীকার করেছেন মার্করাম।
আরও পড়ুনঃ KKR vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে বাদ রাসেল! দলে বড় পরিবর্তন? কেকেআরের সম্ভাব্য একাদশে কোন চমক
আরও পড়ুনঃ IPL 2023: আইপিএলে একটি ম্যাচে প্রতি বল থেকে বিসিসিআই কত টাকা আয় করে, জানলে মাথা বনবন করে ঘুরবে
কেকেআর সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীশান, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: সুযশ শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, টি নটরাজন। ইমপ্যাক্ট প্লেয়ার: ফইজল ফারুকি, যশ ঠাকুর।