ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কেকেআর দল নিয়ে কথা বলার সময় ট্রেন্ট বোল্ট কেকেআরের দুই তারকা আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের ভূয়সী প্রশংসা করেন। রাসেল তো ছিলেনই বর্তমানে রিঙ্কু সিংকে বোলিং করাও চ্যালেঞ্জিং বলে জানান কিউই পেসার। ট্রেন্ট বোল্ট বলেন, “টি-২০ ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ব্যাটার রাসেল। ওকে বোলিং করার সময় নিজের পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ হতে হবে। তবে ভুললে চলবে না রিঙ্কু সিংয়ের কথাও। ও দারুণ ভাবে সাহায্য করছে। ডেথ ওভারে অনবদ্য ব্যাটার হয়ে উঠছে রিঙ্কু। এই দুজনের বিরুদ্ধে বোলিংয়ের জন্য আলাদা পরিকল্পনা করা হচ্ছে।”
advertisement
আরও পড়ুনঃ KKR vs RR: রাজস্থানকে কেকেআর হারাতে পারলেই বড় সুযোগ, ঘরের মাঠে তৈরি নাইটদের মাস্টারপ্ল্যান
আরও পড়ুনঃ KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ
কেকেআর সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- সুয়াশ শর্মা, মনদীপ সিং, ডেভিড উইজা, এন জগদীশান।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহল, কুলদীপ সেন। ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদূত পাড়িকল, অ্যাডাম জাম্পা, জেসন হোল্ডার, রিয়ান পরাগ।