কেকেআরের শক্তি-
ম্যাচ ফিনিশার আন্দ্রে রাসেল: কেকেরআরের এখনও সবথেকে বড় ম্যাচ উইনারের নাম আন্দ্রে রাসেল। একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তিনি। কেকেআরের বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। দলকে আরও একবার ট্রফি এনে দিতে মুখিয়ে রয়েছেন ক্যারিবিয়ান তারকা। ফ্যানেরাও রাসেলের মাসেল পাওয়ার দেখার অপেক্ষায়।
মিডল অর্ডারে নীতিশ রানা ও রিঙ্ক সিং: কেকেরআরে মিডল অর্ডারে দলের অন্যতম বড় ভরসা হলেন নীতিশ রানা ও রিঙ্কু সিং। এবার দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন নীতিশ রানা। সঙ্গে ব্যাট হাতে ও দলকে সাফল্য এনে দিতে প্রস্তুত তিনি। অপরদিকে গত মরসুমে শেষের দিকে দারুণ পারফর্ম করেছিলেন নীতিশ রানা। এবারও সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য উত্তর প্রদেশের ব্যাটারের।
advertisement
অভিজ্ঞতা সমৃদ্ধ পেস অ্যাটাক: কলকাতা নাইট রাইডার্স দলে পেস অ্যাটাকে দুই প্রধান অস্ত্রের নাম হল উমেশ যাদব ও টিম সাউদি। প্রথম ম্যাচে প্রথম একাদশে দুজনের থাকার সম্ভাবনা প্রবল। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বছরের- তাদের অভিজ্ঞতা কেকেআরের বড় শক্তি। গত মরসুমেও এই দুই পেসার ভালো বোলিং করেছিলেন।
দুই মিস্ট্রি স্পিনার: কেকেআর বোলিং লাইনআপে দুই বড় শক্তি হল সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। দুই মিস্ট্রি স্পিনার ফর্মে থাকলে প্রতিপক্ষের সমস্যা অনেকখানি বেড়ে যায়। গত মরসুমে বরুণ চক্রবর্তীর ফর্ম না থাকলেও পারফর্ম করেছিলেন নারিন। এবার দুই তারকা একসঙ্গে ভেলকি দেখাতে প্রস্তুত।
পণ্ডিত স্যারের স্ট্র্যাটেজি: ঘোরয়া ক্রিকেটে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সাফল্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার লড়াই তাঁর। চন্দ্রকান্ত পণ্ডিতের ক্রিকেট বুদ্ধি ও স্ট্র্যাটেজি খুবই কাজের বলে ঘরোয়া ক্রিকেটে শোনা যায়। আইপিএলের পণ্ডিত স্যারের জাদু চলে কিনা সেটাই দেখারল অপেক্ষা।
কেকেআরের দুর্বলতা-
শ্রেয়স আইয়রের চোট: চোটের কারণে অধিনায়ক শ্রেয়স আইয়রকে শুরু থেকে পাওয়া যাবে না তা আগেই জানা গিয়েছিল। সেই জায়গায় নীতিশ রানাকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তবে শ্রেয়সের না থাকাটা নাইটদের ব্যাটিং লাইনকে অনেকটাই দুর্বল করবে। মিডিল অর্ডারে ইনিংস গড়ার পাশাপাশি মারকাটারি ব্যাটিং করতেও সিদ্ধ হস্তক শ্রেয়স। সেই জায়গা কে পূরণ করবে তা নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে।
ওপেনিং জুটির সমস্যা: সেট ওপেনিং জুটি দলের সাফল্যে জন্য খুবই দরকার। কিন্তু কেকেআরে বরাবর কোনও নির্দিষ্ট ওপেনিং জুটি দেখা যায়নি। তবে এবার রহমানউল্লাহ গুরবাজ ও এন জগদীশানকে দিয়ে শুরু করতে পারেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই জুটি ক্লিক করে গেলে নতুন ওপেনিং জুটি পেতে পারে নাইটরা।
অতিরিক্ত রাসেল নির্ভরতা: ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল একদিকে যেমন দলের শক্তি তিনি। ঠিক তেমনই তার উপর এতটা নির্ভরশীল হয়ে পরে কেকেআর যে সেটা সবসময় দলের পক্ষে যায় না। ফলে রাসেল নির্ভরতা কমিয়ে দলের অন্যান্য ক্রিকেটারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে এবার।
ধারাবাহিকতার অভাব: কেকেআরের সবথেকে প্রধান সমস্যা হল ধারাবাহিকতার অভাব। ব্যাটিং লাইনে নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়র হোক আর বোলিং অ্যাটাকে বরুণ চক্রবর্তী, উমেশ যাদব হোক, এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে নাইটরা। এবার নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সেই সমস্যার সমাধান করতে পারেন কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: KKR vs PBKS: দলে একাধিক চমক! পঞ্জাবের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ
ডেথ ওভারে বোলারের অভাব: কেকেআর দলের আরও একটি প্রধান সমস্যা হল ডেথ ওভারে বোলারের অভাব। পেস অ্যাটাকে সাউদি ও উমেশ থাকলেও নতুন বলে তারা যতটা কার্যকরী, শেষের দিকে ততটা নয়। স্পিন অ্যাটাকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীরও ফর্ম ওঠা-নামা করে। একমাত্র রাসেল ডেথ ওভারে কিছুটা ভরসা দিয়ে থাকেন।