রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক হল সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে অর্জুনের নাম ঘোষণা হতেই ফের একবার তেন্ডুলকর ধ্বনিতে গর্জে ওঠে মাঠ। সোশ্যাল মিডিয়ায় সচিন ও অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে সৌরভ লেখেন, অর্জুনকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখে খুব খুশি। চ্যাম্পিয়ন বাবা অবশ্যই গর্বিত হবেন। তার জন্য শুভ কামনা।"
advertisement
প্রসঙ্গত,২০২১ সালের আইপিএল নিলামের একেবারে শেষ লগ্নে অর্জুন তেন্ডুলকরকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতেই সচিন-পুত্রকে কিনেছিল মুম্বই। বাঁ হাতে পেস বোলিং করার পাশাপাশি ব্যাটের হাতও ভালো অর্জুনের। তখন থেকেই মুম্বই দলের সঙ্গে রয়েছেন তিনি। ২০২২ মেগা নিলামে অর্জুনকে ছাড়লেও ফের নিলামে কিনে নেয় মুম্বই। তবে খরচ করতে হয় ৩০ লক্ষ টাকা। অনুশীলনে ঘম ঝরিয়েছেন ৩ বছর ধরে। ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করেছেন। অবশেষে ১৬ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে মু্ম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্নপূরণ হল অর্জুন তেন্ডুলকরের।
আরও পড়ুনঃ Arjun Tendulkar: 'লক্ষ্যভেদ' অর্জুন তেন্ডুলকরের, কেকেআরের বিরুদ্ধে আইপিএল অভিষেক সচিন পুত্রের
ঘরোয়া ক্রিকেটে বর্তমানে গোয়ার হয়ে খেলেন অর্জুন তেন্ডুলকর। এর আগে মুম্বইতেই ছিলেন তিনি। কিন্তু নিয়মিত সুযোগ না মেলায় গত মরসুমে মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নেন। সেখানে গিয়ে রীতিমত ট্রায়াল দিয়ে সুযোগ পেতে হয় অর্জুনকে। এখনও পর্যন্ত ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অর্জুন। তাঁর ঝুলিতে রয়েছে ৯টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১৫১ রান। এবার আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করার লড়াই শুরু সচিন পুত্রের।