Arjun Tendulkar: 'লক্ষ্যভেদ' অর্জুন তেন্ডুলকরের, কেকেআরের বিরুদ্ধে আইপিএল অভিষেক সচিন পুত্রের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Arjun Tendulkar: আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের পুত্রকে প্রথম একাদশে রেখে দল ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই: আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ ঘিরে এমনিতেই চড়ছিল উন্মাদনার পারদ। আর এই ম্যাচে প্রথম একাদশে মহাচমক দিল মুম্বই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হল কিংবদন্তি 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। ১০ বছর আগে পর্যন্ত যেই স্টেডিয়াম মুখরিত হত তেন্ডুলকরের নামে। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আরও একবার ধ্বনি উঠল জুনিয়র তেন্ডুলকরের নামে।
𝐀𝐫𝐣𝐮𝐧 𝐓𝐞𝐧𝐝𝐮𝐥𝐤𝐚𝐫. Mumbai Indians. Debut game. 💙
THIS IS HAPPENING! 🥹#OneFamily #ESADay #MIvKKR #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ril_foundation pic.twitter.com/TsQxAxxyHb — Mumbai Indians (@mipaltan) April 16, 2023
advertisement
২০২১ সালের আইপিএল নিলামের একেবারে শেষ লগ্নে অর্জুন তেন্ডুলকরকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতেই সচিন-পুত্রকে কিনেছিল মুম্বই। বাঁ হাতে পেস বোলিং করার পাশাপাশি ব্যাটের হাতও ভালো অর্জুনের। তখন থেকেই মুম্বই দলের সঙ্গে রয়েছেন তিনি। ২০২২ মেগা নিলামে অর্জুনকে ছাড়লেও ফের নিলামে কিনে নেয় মুম্বই। তবে খরচ করতে হয় ৩০ লক্ষ টাকা। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ৩ বছর ধরে। ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করেছেন। অবশেষে ১৬ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে মু্ম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্নপূরণ হল অর্জুন তেন্ডুলকরের।
advertisement
All of us right now: pic.twitter.com/CRlL0DTsXO
— Mumbai Indians (@mipaltan) April 16, 2023
কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদে অর্জুন তেন্ডুলকরের নাম ঘোষণা হতেই তেন্ডুলকর ধ্বনি শোনা যায় গোটা ওয়াংখেড়ে জুড়ে। মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর সচিন তেন্ডুলকর। বাবার সামনেই অভিষেক হয় অর্জুনের। মাঠে ভাইয়ের খেলা দেখতে উপস্থিত রযেছেন সারা তেন্ডুলকরও। আইপিএলের প্রথম ওভারে ভালো বোলিংও করেন বাঁ হাতি মিডিয়াম পেসার অর্জুন। উইকেট না পেলেও চাপের মুহূর্তে অর্জুনের প্রথম ওভারের প্রশংসা করেন সকলেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 3:56 PM IST