দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কেকেআর জিতলেও দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ শার্দুল ঠাকুর ওই ম্যাচে ত্রাতার ভূমিকায় না আসলে ম্যাচের ফল বিপরীত হতেই পারত। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিং ছাড়া কেউই রান পাননি। আন্দ্রে রাসেল, নীতিশ রানা, মনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়রদের ফর্ম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে বোলিংয়ে কেকেআর স্পিন বিভাগ ভালো ছন্দে রয়েছে এবার। তবে পেস অ্যাটাকে টিম সাউদি লেইভাবে দাগ কাটতে ব্যর্থ। ফলে দ্বিতীয় ম্যাচ জিতলেও গুজরাতের বিরুদ্ধে উইনিং ইলেভেন ভেঙে কেকেআরের প্রথম একাদশে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
কেকেআরের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), এন জগদীশান, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারাইন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন। ইমপ্যাক্ট প্লেয়ার: সূয়াশ শর্মা, জেসন রয়।
অপরদিকে, পরপর দুটি ম্যাচে জিতে দারুণ ছন্দে রযেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস। আজ ঘরের মাঠে কেকেআরকে হারাতে পারলেই ফের লিগ টেবিলের শীর্ষ উঠে যাবে টাইটান্সরা। গুজরাতের প্রথম দুই ম্যাচে একমাত্র হার্দিক পান্ডিয়া রান পাননি। এছাড়া শুভমান গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার. বিজয় শঙ্কর, ঋদ্ধমান সাহাদের কম-বেশি ছন্দে পাওয়া গিয়েছে। বোলিংয়ে ভালো পারফর্ম করছে মহম্মদ শামি, আলজারি জোসেফ, রাশিদ খানরা। ফলে কেকেরআরের বিরুদ্ধে দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবমা নেই।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সাই সুদর্শন. ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, জোসুয়া লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ। ইমপ্যাক্ট প্লেয়ার: বিজয় শঙ্কর, দাসুন শানাক।
