১. গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরেরে হারের অন্যতম প্রধান কারণ হল অধিনায়ক নীতিশ রানার 'অদ্ভূত' অধিনায়কত্ব ও চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং। কেন দলের ব্যাটিং অর্ডার নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এত পরীক্ষা-নীরিক্ষা। হঠাৎ কেন শার্দুল ঠাকুরকে প্রথম ডাউনের মত গুরুত্বপূর্ণ জায়গায় নামানো হল তার কারণ বোঝা যায়নি। যার ফল শার্দুল ঠাকুর ৪ বল খেলে শূন্য। আগে ব্যাটিং নামালেও পুরো ম্যাচে বোলার শার্দুলকে ব্যবহারই করা হল না। অলরাউন্ডার ডেভিড উইজা খেললেও তাঁকে দিয়ে বল করানো হয়নি। নীতিশ রানা নিজেও এদিন রান পাননি। এছাড়া বোলিং পরিবর্তন নিয়েও প্রশ্ন রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শ্রেয়স আইয়রের জায়গায় ঘাটতি যে একেবারেই পূরণ করতে পারেননি নীতিশ রানা।
advertisement
২. নারায়ণ জগদীশান একের পর এক ম্যাচে সুযোগ পাচ্ছেন কিন্তু কোনও ম্যাচে উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্স ডান হাতি ব্যাটাের কাছ থেকে এখনও পাওয়া যায়নি। ৬ ম্যাচ খেলে জগদীশানের সংগ্রহ মাত্র ৮৯ রান। আর কটা ম্যাচ নারায়ন জগদীশানকে সুযোগ দেবে, কেনই বা এত সুযোগ পাচ্ছেন জগদীশান তা নিয়েও উঠছে প্রশ্ন।
৩. কেকেআরের বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাব এই মরসুমের প্রথম থেকেই দেখা গিয়েছে। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ক ভালো বল করেছিলেন। কিন্তু গুজরাতের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ। এছাড়া সুনীল নারিনের েসই ধার একেবারেই নেই। সুয়াশ শর্মাকে প্রথম দিকে রহস্যময় মনে হলেও এখন ততটা কার্যকরী মনে হচ্ছে না। পেস বোলি বিভাগও মরসুমের প্রথম থেকে সেরাটা দিতে পারেনি।
আরও পড়ুনঃ Sachin Tendulkar 50th Birthday: রাজপ্রাসাদও মানবে হার, ঠিক কেমন সচিনের বাড়ির অন্দরহমল, রইল ছবি
৪. গুজরাতের বিরুদ্ধে কেকেআরের হারের আরও একটি কারণ হল খারাপ ফিল্ডিং। টি-২০ ক্রিকেটে গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস মানে ম্যাচ মিস। এদিন ইডেনে যখন ২৯ বলে ৫১ রান বাকি গুজরাতের তখন রাসেলের বলে ক্যাচ দিয়েছিলেন ডেভিড মিলার। সেই সহজ ক্যাচ মিস করেন সূয়াশ শর্মা। মিলার সেই সময় ফিরে গেলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।
আরও পড়ুনঃ Rinku Singh: সামনেই রিঙ্কু সিংয়ের বিয়ে! কেকেআর তারকার 'উপহার' ঘোষণা করে দিয়েছেন শাহরুখ খান
৫. রিজার্ভ বেঞ্চের প্লেয়ারের অভাব কেকেআরের হারের অন্যতম কারণ। সেই কারণে জগদীশান, নারিন, রাসেলরা সেরা ফর্মে না থাকলেও টানা সুযোগ পাচ্ছেন। একাধিক বিভাগে একাধিক অপশনের অভাব রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে।