মরণ-বাঁচন ম্যাচের আগে চাপ কমাতে বিন্দাস মুডে পাওয়া গেল কেকেআর প্লেয়ারদের। আইপিএলে অন্য রাজ্যের দল যেমন কলকাতায় এলে এখানকার খাওয়া-দাওয়া চেখে দেখে, স্থানীয় পোশাক-পরিচ্ছদ পরে থাকেন, ঠিক তেমনই করে থাকে কেকেআরও। আইপিএসে সিএসকের বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ের স্থানীয় জনপ্রিয় বেশ লুঙ্গি পরে দেখা গেল নাইটদের। কেকেআরের তরফ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে সাদা লুঙ্গি পরে চেন্নাই এক্সপ্রেসেরে সামনে দাঁড়িয়েছে রয়েছে নীতিশ রানা, আন্দ্রে রাসেল, জেসন রয়, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংরা। ক্যাপশনে লেখা, ‘আমরা তৈরি।’
advertisement
লুঙ্গি পরিহিত কেকেআর প্লেয়ারদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। লুঙ্গি পরে নাইট তারকাদের ভালোই হ্যান্ডসাম দেখিয়েছে। সকলেই পছন্দ করেছে এই ছবি। এর আগে হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে হায়দরাবাদি বিরিয়ানি খেতেও দেখা গিয়েছিল কেকেআর প্লেয়ারদের। আর এবার লুঙ্গি পরে সকলের মন জিতে নিল নাইটরা।
আরও পড়ুনঃ KKR vs CSK: কেকেআর থেকে বাদ মহাতারকা! সিএসকের বিরুদ্ধে নাইট একাদশে হতে পারে বড় বদল
কেকেআরের সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ডেভিড উইজা, শার্দুল ঠাকুর/বৈভব অরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার- বৌভব অরোরা, মনদীপ সিং, অনুকুল রয়, এন জগদীশান, সুনীল নারিন।
আরও পড়ুনঃ Urvashi Rautela: আইপিএলে নেই পন্থ, ফ্যানেরা ঘটালেন এমন কাণ্ড, রেগে আগুন উর্বশী রাউতেলা
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মইন আলি, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, তুষার পাণ্ডে, মাহেশ থিকসানা, মাহেশ পাথিরানা। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার- অম্বাতি রায়ডু, আর হ্যাঙ্গেরগেকর, শাহিক রাশিদ, আকাশ সিং, শুভ্রাংশু সেনাপতি।