TRENDING:

KKR vs CSK: লুঙ্গি পরে কী করছে কেকেআর প্লেয়াররা, নেট দুনিয়ায় ঝড় তুলল ছবি

Last Updated:

KKR vs CSK: চিপককে বরাবরই চেন্নাই সুপার কিংসে দুর্ভেদ্য দুর্গ বলা হয়ে থাকে। এমএস ধোনির দলকে তাদের ঘরের মাঠে গিয়ে হারানো কতটা মুশকিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই কাজটাই আজ করে দেখাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: রবিবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। শেষ চারে পৌছানোর যে শেষ ক্ষীণ আশা টুকু রয়েছে কেকেআরের, তার জন্য ধেনিদের দুর্গে ঢুকে ইয়োলো আর্মিকে নাস্তানাবুদ করতে হবে নাইট বাহিনীকে। বড় ব্যবধানে শেষ দুটি ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলেফলের দিকে। লড়াইটা খুব কঠিন হলেও, ‘করব লড়ব জিতব’ এই মন্ত্রই এখন তাঁতাচ্ছে কেকেআরকে। সিএসকের বিরুদ্ধে জিততে বদ্ধপরিকর নাইটরা। কিন্তু তার আগে অন্য বেশে দেখা গেল কেকেআর প্লেয়ারদের।
advertisement

মরণ-বাঁচন ম্যাচের আগে চাপ কমাতে বিন্দাস মুডে পাওয়া গেল কেকেআর প্লেয়ারদের। আইপিএলে অন্য রাজ্যের দল যেমন কলকাতায় এলে এখানকার খাওয়া-দাওয়া চেখে দেখে, স্থানীয় পোশাক-পরিচ্ছদ পরে থাকেন, ঠিক তেমনই করে থাকে কেকেআরও। আইপিএসে সিএসকের বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ের স্থানীয় জনপ্রিয় বেশ লুঙ্গি পরে দেখা গেল নাইটদের। কেকেআরের তরফ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে সাদা লুঙ্গি পরে চেন্নাই এক্সপ্রেসেরে সামনে দাঁড়িয়েছে রয়েছে নীতিশ রানা, আন্দ্রে রাসেল, জেসন রয়, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংরা। ক্যাপশনে লেখা, ‘আমরা তৈরি।’

advertisement

লুঙ্গি পরিহিত কেকেআর প্লেয়ারদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। লুঙ্গি পরে নাইট তারকাদের ভালোই হ্যান্ডসাম দেখিয়েছে। সকলেই পছন্দ করেছে এই ছবি। এর আগে হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে হায়দরাবাদি বিরিয়ানি খেতেও দেখা গিয়েছিল কেকেআর প্লেয়ারদের। আর এবার লুঙ্গি পরে সকলের মন জিতে নিল নাইটরা।

advertisement

আরও পড়ুনঃ KKR vs CSK: কেকেআর থেকে বাদ মহাতারকা! সিএসকের বিরুদ্ধে নাইট একাদশে হতে পারে বড় বদল

কেকেআরের সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ডেভিড উইজা, শার্দুল ঠাকুর/বৈভব অরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার- বৌভব অরোরা, মনদীপ সিং, অনুকুল রয়, এন জগদীশান, সুনীল নারিন।

advertisement

আরও পড়ুনঃ Urvashi Rautela: আইপিএলে নেই পন্থ, ফ্যানেরা ঘটালেন এমন কাণ্ড, রেগে আগুন উর্বশী রাউতেলা

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মইন আলি, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, তুষার পাণ্ডে, মাহেশ থিকসানা, মাহেশ পাথিরানা। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার- অম্বাতি রায়ডু, আর হ্যাঙ্গেরগেকর, শাহিক রাশিদ, আকাশ সিং, শুভ্রাংশু সেনাপতি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs CSK: লুঙ্গি পরে কী করছে কেকেআর প্লেয়াররা, নেট দুনিয়ায় ঝড় তুলল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল