KKR vs CSK: কেকেআর থেকে বাদ মহাতারকা! সিএসকের বিরুদ্ধে নাইট একাদশে হতে পারে বড় বদল

Last Updated:
KKR vs CSK: চিপককে বরাবরই চেন্নাই সুপার কিংসে দুর্ভেদ্য দুর্গ বলা হয়ে থাকে। এমএস ধোনির দলকে তাদের ঘরের মাঠে গিয়ে হারানো কতটা মুশকিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই কাজটাই আজ করে দেখাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।
1/6
রাজস্থানের বিরুদ্ধে হেরে প্লে অফের ওঠার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তবে শেষ দুটি ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলে ও অন্য দলের ম্যাচের ফলাফলের উপর এখনও প্লে অফে কোয়ালিফাই করার ক্ষীণ আশা রয়েছে কেকেআরের।
রাজস্থানের বিরুদ্ধে হেরে প্লে অফের ওঠার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তবে শেষ দুটি ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলে ও অন্য দলের ম্যাচের ফলাফলের উপর এখনও প্লে অফে কোয়ালিফাই করার ক্ষীণ আশা রয়েছে কেকেআরের।
advertisement
2/6
এমন পরিস্থিতিতে রবিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কেকেআর। এমএস ধোনিদের ঘরের মাঠ চিপকে বড় চ্যালেঞ্জের সামনে নাইটরা। চিপতে সিএসকে কতটা অপ্রতিরোধ্য তা জানা সকলের। সেখানে নিজেদের লাইফলাইন পাওয়ার লড়াইয়ে নামবে কেকেআর।
এমন পরিস্থিতিতে রবিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কেকেআর। এমএস ধোনিদের ঘরের মাঠ চিপকে বড় চ্যালেঞ্জের সামনে নাইটরা। চিপতে সিএসকে কতটা অপ্রতিরোধ্য তা জানা সকলের। সেখানে নিজেদের লাইফলাইন পাওয়ার লড়াইয়ে নামবে কেকেআর।
advertisement
3/6
সানরাইজার্স ও পঞ্জাবের বিরুদ্ধে জয়ে যে আশা দেখেছিল কেকেআর ফ্যানেরা, রাজস্থানের বিরুদ্ধে লজ্জার হারের পর আশাহত ফ্যানেরাও। দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা আশাবাদী নয়। এই পরিস্থিতিতে অলৌকিক কিছু ঘটলেই যে ফ্যানেরা ফের দলের পাশে দাঁড়াবে তা ভালো করেই জানেন কেকেআর ক্রিকেটাররা।
সানরাইজার্স ও পঞ্জাবের বিরুদ্ধে জয়ে যে আশা দেখেছিল কেকেআর ফ্যানেরা, রাজস্থানের বিরুদ্ধে লজ্জার হারের পর আশাহত ফ্যানেরাও। দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা আশাবাদী নয়। এই পরিস্থিতিতে অলৌকিক কিছু ঘটলেই যে ফ্যানেরা ফের দলের পাশে দাঁড়াবে তা ভালো করেই জানেন কেকেআর ক্রিকেটাররা।
advertisement
4/6
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে কেকেআর একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। লাগাতার অফ ফর্মের পরও কেন সুনীল নারিনকে খেলানো হচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন। এছাড়াও দলের একাধিক প্লেয়ারের পারফরম্যান্সও রয়েছে আতস কাঁচের তলায়।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে কেকেআর একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। লাগাতার অফ ফর্মের পরও কেন সুনীল নারিনকে খেলানো হচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন। এছাড়াও দলের একাধিক প্লেয়ারের পারফরম্যান্সও রয়েছে আতস কাঁচের তলায়।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কেকেআরের সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ডেভিড উইজা, শার্দুল ঠাকুর/বৈভব অরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার- বৌভব অরোরা, মনদীপ সিং, অনুকুল রয়, এন জগদীশান, সুনীল নারিন।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কেকেআরের সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ডেভিড উইজা, শার্দুল ঠাকুর/বৈভব অরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার- বৌভব অরোরা, মনদীপ সিং, অনুকুল রয়, এন জগদীশান, সুনীল নারিন।
advertisement
6/6
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মইন আলি, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, তুষার পাণ্ডে, মাহেশ থিকসানা, মাহেশ পাথিরানা। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার- অম্বাতি রায়ডু, আর হ্যাঙ্গেরগেকর, শাহিক রাশিদ, আকাশ সিং, শুভ্রাংশু সেনাপতি।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মইন আলি, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, তুষার পাণ্ডে, মাহেশ থিকসানা, মাহেশ পাথিরানা। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার- অম্বাতি রায়ডু, আর হ্যাঙ্গেরগেকর, শাহিক রাশিদ, আকাশ সিং, শুভ্রাংশু সেনাপতি।
advertisement
advertisement
advertisement