কেকেআরের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা গিয়েছে কেউ একজন বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে লাউ খুঁজছেন। প্রথমে এক মুদি দোকানে গিয়ে লাউ আছে কিনা জিজ্ঞেস করেন। তারপর একটি খাবার তৈরির দোকানে গিয়ে লাউ আছে কিনা জানতে চাইলে সেই ব্যক্তি দেখিয়ে দেন কোন দোকানে পাওয়া যাবে। তৃতীয় দোকানটি ছিল এক সব্জির দোকান। সেখানে গিয়ে অবশেষে লাউ পান ওই ব্যক্তি। শেষমেশ বাজারে গিয়ে নধর লাউ পান তিনি।
advertisement
পরে ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি আর কেউ নয়, আসন্ন মরসুমে কেকেআরে যোগ দেওয়া নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। তাকে স্বাগত জানাতেই এই মজার ভিডিও বানানো হয়েছে। আসলে হিন্দিতে লাউকে লকি বলে সেটা আমাদের সকলের জানা। তাই লকি নিজে বাজারে ঘুরে ঘুরে লকি অর্থাৎ লাউ খুঁজে বেড়ানোর ভিডিও। লকি ফার্গুসনকে স্বাগত জানাতে যে অভিনব ভিডিও শেয়ার করেছে ফ্র্যাঞ্চাইজি তা খুব পছন্দ করেছেন কেকেআর ফ্যানেরা।
আরও পড়ুনঃ IPL 2023: জলেও জ্বালাতে পারেন লাস্যের আগুন, বিকিনিতে সুপার হট কেকেআর অধিনায়কের স্ত্রী, দেখুন ছবি
প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। পয়লা এপ্রিল কেকেআরের প্রথম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ নাইটদের। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।