TRENDING:

IPL 2023: কেমন সাইজের লাউ চাই? বাজারে হন্যে হয়ে ঘুরছেন কেকেআর তারকা, ব্যাপারটা কী

Last Updated:

IPL 2023: আইপিএল ২০২৩ শুরু হতে আর হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা। কলকাতা নাইট রাইডার্সও নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে করছে অনুশীলন। কিন্তু হঠাৎই এক কেকেআর তারকা বাজারে লাউ খুঁজে বেড়াচ্ছেন। ভাউরাল হল ভিডিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইপিএল ২০২৩ শুরু হতে আর হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা। প্রতিযোগিতার ১০টি দল সারছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। নানা সমস্যা জর্জরিত কলকাতা নাইট রাইডার্সও নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে করছে অনুশীলন। চোটের কারণে শ্রেয়স আইয়র না থাকায় সেই জায়গায় নীতিশ রানাকে নতুন অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। রাসেল, নারিনদের মতন তারকারাও যোগ দিয়েছে দলের সঙ্গে। তবে এরই মধ্যে একটি ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এক জন হন্যে হয়ে লাউ খুঁজে বেড়াচ্ছেন দোকানে।
advertisement

কেকেআরের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা গিয়েছে কেউ একজন বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে লাউ খুঁজছেন। প্রথমে এক মুদি দোকানে গিয়ে লাউ আছে কিনা জিজ্ঞেস করেন। তারপর একটি খাবার তৈরির দোকানে গিয়ে লাউ আছে কিনা জানতে চাইলে সেই ব্যক্তি দেখিয়ে দেন কোন দোকানে পাওয়া যাবে। তৃতীয় দোকানটি ছিল এক সব্জির দোকান। সেখানে গিয়ে অবশেষে লাউ পান ওই ব্যক্তি। শেষমেশ বাজারে গিয়ে নধর লাউ পান তিনি।

advertisement

পরে ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি আর কেউ নয়, আসন্ন মরসুমে কেকেআরে যোগ দেওয়া নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। তাকে স্বাগত জানাতেই এই মজার ভিডিও বানানো হয়েছে। আসলে হিন্দিতে লাউকে লকি বলে সেটা আমাদের সকলের জানা। তাই লকি নিজে বাজারে ঘুরে ঘুরে লকি অর্থাৎ লাউ খুঁজে বেড়ানোর ভিডিও। লকি ফার্গুসনকে স্বাগত জানাতে যে অভিনব ভিডিও শেয়ার করেছে ফ্র্যাঞ্চাইজি তা খুব পছন্দ করেছেন কেকেআর ফ্যানেরা।

advertisement

আরও পড়ুনঃ IPL 2023: জলেও জ্বালাতে পারেন লাস্যের আগুন, বিকিনিতে সুপার হট কেকেআর অধিনায়কের স্ত্রী, দেখুন ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। পয়লা এপ্রিল কেকেআরের প্রথম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ নাইটদের। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: কেমন সাইজের লাউ চাই? বাজারে হন্যে হয়ে ঘুরছেন কেকেআর তারকা, ব্যাপারটা কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল