ডিজিটাল কনকারেন্সির ক্ষেত্রে আইপিএলের এই মরশুম গেম-চেঞ্জার হয়েছে। যা ২০১৯ সালের করা ১৮.৭ মিলিয়ন রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। সবথেকে উল্লখযোগ্য বিষয় হল এই মরশুমে ১৩টির বেশি ম্যাচ ১৮মিলিয়নের নকারেন্সির বেঞ্চমার্ক অতিক্রম করেছে। JioCinema এর আগে দুবার আইপিএলের রেকর্ড ভেঙেছে। ১২ এপ্রিল প্ল্যাটফর্মটি চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সময় সর্বোচ্চ কনকারেন্সি ২.২৩ কোটিতে পৌছেছিল। পাঁচ দিন পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের খেলার সময় ২.৪ কোটি ছাড়িয়ে যায়।
advertisement
এখনও পর্যন্ত অভূতপূর্ব সাড়া পাওয়ার পর, JioCinema ফ্যানেদের মনোরঞ্জনের জন্য ৩৬০ ডিগ্রি ম্যাচ দেখার অভিজ্ঞতা দিচ্ছে। দর্শকরা ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠি এবং গুজরাটি সহ একাধিক ভাষায় ম্যাচ উপভোগ করছেন। এছাড়াও মাল্টি-ক্যাম, ফোরকে, হাইপ মোডের মতো শুধুমাত্র ডিজিটাল বৈশিষ্ট্যগুলি ক্রিকেট ফ্যানেরা উপভোগ করেছেন। সব মিলিয়ে জিও সিনেমায় আইপিএল জমজমাট।