TRENDING:

GT vs RR: রাশিদ খান ও নুর আহমেদের স্পিনের ভেলকিতে ধরাশায়ী রাজস্থান, গুজরাতের টার্গেট মাত্র ১১৯

Last Updated:

GT vs RR: ঘরের মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হল রাজস্থান রয়্যালসের কাছে। গুজরাত টাইটান্সের রাশিদ খান ও নুর আহনেদের স্পিনেক ভেলকির সামনে অসহায় আত্মসমর্পন করে রয্যালসদের তারকা খোচিত ব্যাটিং লাইন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: ঘরের মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হল রাজস্থান রয়্যালসের কাছে। গুজরাত টাইটান্সের রাশিদ খান ও নুর আহমেদের স্পিনের ভেলকির সামনে অসহায় আত্মসমর্পন করল রয়্যালসদের তারকা খোচিত ব্যাটিং লাইন। পুরো ২০ ওভারে ব্যাটও করতে পারেনি রাজস্থান। ১৭. ৫ ওভারে মাত্র ১১৮ রানেই শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাশিদ খান। এছাড়া ২টি উইকেট নেন নুর আহমেদ, একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও জসুয়া লিটল।
advertisement

এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস। গুজরাত স্পিনারদের খেলতে যেভাবে নাজেহাল অবস্থা হল রয়্যালসদের দেখে একেবারেই মনে হয়নি তারা হোম উইকেটে খেলছে। রাশিদ খান ও নুর আহমেদের স্পিনের ভেলকির সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে সঞ্জু স্যামসনের দলের ব্যাটিং লাইন। রাশিদ খান ও নুর আহমেদকে যোগ সঙ্গ দেন মহম্মদ শামি, জোসুয়া লিটল ও হার্দিক পান্ডিয়ারা।

advertisement

রাজস্থনের ব্যাটিং লাইনে একমাত্র সঞ্জু স্যামসন কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। ৩০ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষের দিকে ট্রেন্ট বোল্ট ১৫ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হত রাজস্থান। যশস্বী জয়সওয়াল ১৪ ও দেবদূত পাড়িকল ১২ রান ছাড়া কোনও রাজস্থান ব্যাটার দুই অঙ্কের স্কোর পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিনের ম্যাচে আইপিএলে নিজের কেরিয়ারের অন্যতম সেরা বোলিং করেন রাশিদ খান। মোট ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। খান সাহেবের সঙ্গে অপর এক আফগান তারকা চায়নাম্যান স্পিনার নুর আহমেদও ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। জয়ের জন্য গুজরাত টাইটান্সের টার্গেট ১১৯।

বাংলা খবর/ খবর/খেলা/
GT vs RR: রাশিদ খান ও নুর আহমেদের স্পিনের ভেলকিতে ধরাশায়ী রাজস্থান, গুজরাতের টার্গেট মাত্র ১১৯
Open in App
হোম
খবর
ফটো
লোকাল