এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস। গুজরাত স্পিনারদের খেলতে যেভাবে নাজেহাল অবস্থা হল রয়্যালসদের দেখে একেবারেই মনে হয়নি তারা হোম উইকেটে খেলছে। রাশিদ খান ও নুর আহমেদের স্পিনের ভেলকির সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে সঞ্জু স্যামসনের দলের ব্যাটিং লাইন। রাশিদ খান ও নুর আহমেদকে যোগ সঙ্গ দেন মহম্মদ শামি, জোসুয়া লিটল ও হার্দিক পান্ডিয়ারা।
advertisement
রাজস্থনের ব্যাটিং লাইনে একমাত্র সঞ্জু স্যামসন কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। ৩০ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষের দিকে ট্রেন্ট বোল্ট ১৫ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হত রাজস্থান। যশস্বী জয়সওয়াল ১৪ ও দেবদূত পাড়িকল ১২ রান ছাড়া কোনও রাজস্থান ব্যাটার দুই অঙ্কের স্কোর পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।
এদিনের ম্যাচে আইপিএলে নিজের কেরিয়ারের অন্যতম সেরা বোলিং করেন রাশিদ খান। মোট ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। খান সাহেবের সঙ্গে অপর এক আফগান তারকা চায়নাম্যান স্পিনার নুর আহমেদও ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। জয়ের জন্য গুজরাত টাইটান্সের টার্গেট ১১৯।