দুই দলই তাদের শেষ ম্যাচ হেরে একে অপরের বিরুদ্ধে নামছে। ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল রাজস্থান রয়্যালসের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জু স্যামসন। কারণ ডিউ খুব একটা সমস্যা হয়ে দেখা দিচ্ছে না। আর প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই উইকেট স্লো হচ্ছে। তাই প্রথমে ফ্রেশ উইকেট ব্যাট করে নিয়ে বড় স্কোর করাই লক্ষ্য রাজস্থানের। যাতে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। হার্দিক পান্ডিয়াও চসের সময় জানালেন, তিনি জিতলেও ব্যাটিং করতেন।
advertisement
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: ঋদ্ধিমান সাহা, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রাশিদ খান, মহম্মদ শামি, নুর আহমেদ, জোসুয়া লিটল। ইমপ্যাক্ট প্লেয়ার- শুভমান গিল, সাই সুদর্শন, কেএস ভরত, শিবম মাভি, সাই কিশোর।
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশশ্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, অ্যাডাম জাম্পা, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, সন্দীপ শর্না, ট্রেন্ট বোল্ট। ইমপ্যাক্ট প্লেয়ার- জো রুট, মুর্গান অশ্বিন, রিয়ান পরাগ, কুলদীপ ইয়াদরু।