আইপিএব ২০২৩ ফাইনাল খেলতে নেমেই একাধিক রেকর্ড গড়েছিলেন এম এস ধোনি। একইসঙ্গে পঞ্চম ট্রফি জিতে রেকর্ডের তালিকা আরও দীর্ঘায়িত হল সিএসকে অধিনায়কের। সোমবারের আইপিএল ফাইনালে মাঠে নেমেই আইপিএল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন ধোনি। ২৪৩ ম্যাচ খেলে ধোনির পরেই আছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ২০০ ম্যাচ খেলার মাইলস্টোন আগেই স্পর্শ করেছেন মাহি। গুজরাত হারিয়ে পঞ্চম ট্রফি জয়ের সঙ্গে আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়কও হলেন ধোনি। ট্রফি জয়ের নিরিখে রোহিত শর্মার সঙ্গে একই আসনে থাকলেও সার্বিকভাবে ধোনির রেকর্ড গগনচুম্বী।
advertisement
আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ১১টি ফাইনাল খেললেন ধোনি। ১০টি সিএসকের হয়ে ও একটি পুণের হয়ে। তারমধ্যে প্রতিযোগিতার ইতিহাসে একটি দলের হয়ে ১০টি ফাইনাল খেলার, তাও এবার অধিনায়ক হিসেবে সেই রেকর্ড কারও পক্ষে ভাঙা খুবই কঠিন। চেন্নাইয়ের হয়ে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ার পাশাপাশি সর্বাধিক মোট ৬ বার রানার্স (৫বার সিএসকে, ১ বার পুণে) হওয়ার রেকর্ডও ধোনি দখলে। এছাড়া উইকেটকিপার-ব্যাটার হিসেবেও ৫ হাজার আইপিএল রান করার রেকর্ড রয়েছে ধোনির।
আরও পড়ুনঃ MS Dhoni: শান্তির-সুখের অবসর নয়, কঠিন চ্যালেঞ্জকেই বেছে নিলেন ‘বুড়ো’ ধোনি, ফ্যানেদের দিলেন উপহার
আরও পড়ুনঃ CSK IPL Champion: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন, নায়কের মত চোখের জলে ক্রিকেটকে বিদায় সিএসকে তারকার
প্রসঙ্গত, পঞ্চমবার চ্যাম্পিয়ন হয়ে নিজের অবসর প্রসঙ্গে ধোনি বলেন,”একটা উত্তর খুঁজছো তাই তো। আমার অবসর নিয়ে। যদি বাস্তব দেখি এটাই অবসর নেওয়ার সেরা সময়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু গত কয়েক মাস জুড়ে গোটা দেশ জুড়ে যে ভালোবাসা পেয়েছে তা ভোলার নয়। হৃদয়ের খুব কাছের। তবে আমার কাছে এই সুখের থেকে কঠিন চ্যালেঞ্জ হল আগামি ৯ মাস পরিশ্রম করে আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও ৬-৭ মাস রয়েছে আমার কাছে ভাবার জন্য। শরীর জন্য এটা সহজ হবে না জেনেও, আমার তরফ থেকে এটাই সমর্থকদের ভালোবাসার উপহার, প্রতিদান।”