সাঁচি মারওয়াহা নিজের ইনস্টগ্রাম স্টোরিতে জানান তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল। তিনি ইনস্টা স্টোরিতে লেখেন, অফিসের কাজ শেষ করে সাচি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন দুটি ছেলে তাঁকে অনুসরণ করতে শুরু করে। সেই সময় তারা সাচির চলন্ত গাড়িতেও ধাক্কা দেয়। দুই যুবক তাকে লাগাতার তাড়া করে বলেও অভিযোগ করেন। গাড়িতে থাকায় খুব বড় বিপদ ঘটেনি। কোনও ক্রমে বিপদ থেকে বেঁচে বাড়ি ফেরেন সাঁচি মারওয়াহা। ইনস্টা স্টোরিতে ওই দুই বাইক আরোহীর ছবিও শেয়ার করেন সাঁচি।
advertisement
বাড়ি ফিরে দিল্লি পুলিসকে গোটা ঘটনা জানান সাঁচি। কিন্তু দিল্লি পুলিসের উত্তর ভূমিকায় হতাশ হন তারকা ক্রিকেটারের স্ত্রী। সাঁচি লিখেছেন, ‘আমি যখন দিল্লি পুলিশকে এই বিষয়ে তথ্য দিলাম, তখন তাদের পক্ষ থেকে আমাকে বলা হল, আপনি যখন নিরাপদে বাড়িতে পৌঁছে গিয়েছেন, তখন এই নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োডন নেই। পরের বার এই ধরনের দুর্ঘটনা ঘটলে কোথায় ফোন করবেন, সেই নম্বর লিখে রাখুন।’
আরও পড়ুনঃ Kohli Gambhir Fight: কোহলি-গম্ভীর ‘যুদ্ধে’ এবার ময়দানে নামল যুবরাজ সিং, ঝামেলা কি আরও বাড়ল!
আরও পড়ুনঃ KKR: এখনও কীভাবে প্লে অফে পৌছতে পারে কেকেআর, কী বলছে অঙ্ক ও সমীকরণ, রইল তথ্য
এরপর গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় চাউর হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। আরও একবার রাতের দিল্লির মহিলা নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। তারপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিস। খোঁজ শুরু হয় দুই অভিযুক্তের। সাঁচি নিজে ছবি শেয়ার করায় চিনতে খুব একটা সমস্যা হয়নি। বেশি সময় নষ্ট না করে দ্রুত অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করে দিল্লি পুলিস। অভিযুক্তদের কঠোর শাস্তিকর দাবি উঠেছে নেট দুনিয়ায়।