ধোনি যে অস্ত্রোপচারের পর ভাল রয়েছেন সেই খবর আগেই জানানো হয়েছিল চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের তরফে। এবার যে ছবি সামনে এসেছে সেখানে একেবারে বিন্দাস মুডে দেখা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে রুমের ভিতর এক বন্ধুর সঙ্গে বসে দক্ষিণ ভারতীয় খাবার খাচ্ছেন ধোনি। সামনে প্লেটে রয়েছে তিনটি ইডলি, সাম্বর ও ২টি মেদু বড়া। সঙ্গে রয়েছে কফি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি।
advertisement
প্রসঙ্গত, হাঁটুতে ব্যথা নিয়েই গোটা আইপিএল মরসুমটা খেলেছিলেন এমএস ধোনি। আইপিএলে মাঠে হাঁটুর ব্যথায় ধোনিকে কাতরাতে দেখা গিয়েছিল। তারপরও হাঁটুর চোট, যন্ত্রণা নিয়ে দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন। পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন চেন্নাই সুপার কিংস। চোট নিয়েই অধিনায়কত্ব, উইকেটের পিছনে বিদ্যুৎগতির স্টাম্পিং, ব্যাটিংয়েও নিজের যতটা পারা সম্ভব সেরাটা দিয়েছেন। অস্ত্রোপচারের পর ধোনিকে হাসিখুশি দেখে সন্তুষ্ট ফ্যানেরাও।
আরও পড়ুনঃ IPL 2023: বৌদিকে শারীরিক নির্যাতনের অভিযোগ আইপিএল তারকার বিরুদ্ধে, খেলেছেন এবারের প্লে অফেও
এবারের আইপিএল এমএস ধোনির কেরিয়ারের শেষ আইপিএল বলে ধরে নিয়েছিলেন অনেকেই। তাই এবার আইপিএল যে শহরেই হোক না কেন ধোনি ঝড় দেখা গিয়েছে সর্বত্র। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্যানেদের খুশি আরও কয়েক গুন বাড়িয়ে দেন এমএসডি। জানিয়েছিলেন, শরীর সাথ দিলে আগামি মরশুমে ফের ফিরবেন আইপিএলের মঞ্চে। এবার অস্ত্রোপচারের পর ধোনিকে অনুশীলনে দেখার অপেক্ষায় ফ্যানেরা।