বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ লক্ষ্মীরতন বলেন,"সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাই। এইভাবে বাংলা ক্রিকেটারের পাশে দাঁড়ানোর জন্য। এর আগে নিলামে বাংলার মুকেশ কুমারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে বাংলার দুই ক্রিকেটার এবার দিল্লির জার্সিতে খেলবে আইপিএলে। এটা বাংলা ক্রিকেটের জন্য ভালো খবর। আশা করি আগামী দিনে আরও কয়েকজন ক্রিকেটার বাংলা থেকে আইপিএলে সুযোগ পাবে। একজন ক্রিকেটার আইপিএলের মঞ্চে সুযোগ পেলে তার অভিজ্ঞতা অনেক বাড়বে। অভিষেকের ক্ষেত্রেও সেটাই হবে।"
advertisement
এছাড়াও লক্ষ্মীরতন শপক্লা আরও বলেন,"অভিষেক খুব বুদ্ধিমান ক্রিকেটার। আমার শুভেচ্ছা প্রতি মুহূর্তে ওর সঙ্গে রয়েছে। ওর কাছে দল কি চাইছে সেটা ও খুব সহজে বুঝতে পারে। চাপের মুখেও অভিষেক বড় শট খেলতে ভয় পায় না। এটাই ওর প্লাস পয়েন্ট।" বাংলার কোচ হিসেবে অভিষেক পোড়েলকে কী পরামর্শ দিতে চান? প্রশ্নের উত্তরে লক্ষ্মী বলেন,"আমি একটা কথাই বলব, সামনে থেকে লড়াই কর। বুক চিতিয়ে লড়াই কর। আমি জানি সুযোগ পেলে অভিষেক নিজেকে দিল্লির জার্সিতে প্রমাণ করবেই।"
আরও পড়ুনঃ IPL 2023: আইপিএলের উদ্বোধনে মহাচমক, মঞ্চ মাতাবেন এক বাঙালি সুপারস্টার
দিল্লিতে একের পর এক বাংলার ক্রিকেটার সুযোগ পাচ্ছেন। বিরাটের বেঙ্গালুরুতেও বাংলার দুই ক্রিকেটার আকাশদীপ এবং শাহাবাজ রয়েছেন। তবে কলকাতার টিম হয়েও কেকেআরে কোন বাংলার ক্রিকেটার না থাকা নিয়ে লক্ষ্মীরতন শুক্লাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"আশা করছি কলকাতা নাইট রাইডার্স দলেও আগামী দিনে বেশ কয়েকজন বাংলার ক্রিকেটার থাকবেন। ধারাবাহিকভাবে বাংলা ক্রিকেটের সাফল্য আসছে। আগামী দিনে আরও অনেক বেশি ক্রিকেটার আইপিএলে খেলবেন।"