ভিডিওতে ডেল স্টেইন (Dale Steyn) ছাড়া অন্য ক্রিকেটারদেরও দেখা যাচ্ছে৷ ফটোশ্যুটের সময় বিভিন্ন ক্রিকেটাররাই বিভিন্ন ডান্স মুভ করেন৷ কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে সানরাইজার্স হায়দরাবাদের দল এবার তরুণদের ওপর আস্থা রাখেন৷ এই ভিডিওতে নাচ করতে দেখা গেছে অভিষেক শর্মা, উমরান মলিক. আব্দুল সমদ, টি নটরাজন, জগদীশ সূচিতের মতো ক্রিকেটাররা রয়েছেন৷
আরও পড়ুন - China Plane Crash: গন্তব্যে পৌঁছনোর আগেই ১৩৩ যাত্রী সহ ভেঙে পড়ল বোয়িং ৭৩৭, লেটেস্ট আপডেট
advertisement
দেখে নিন ডেল স্টেইনদের(Dale Steyn) পুষ্পা (Pushpa) নাচের ভাইরাল ভিডিও (Viral Video)
সানরাইজার্সের জন্য আইপিএলের (IPL 2022) গত মরশুম বেশ খারাপ গেছে৷ ৮ দলের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ শেষ দল হয়েছিল৷ আইপিএল খেতাবের একবারের বিজয়ী সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে গত মরশুমে গণ্ডগোলও হয়েছিল৷ ডেভি়ড ওয়ার্নারকে অনেক ম্যাচেই প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি৷ গত মরশুমের খারাপর পারফরম্যান্সের পর কোচ সাইমন ক্যাটিচ এবং ডেভিড ওয়ার্নারকেও দলে রাখেনি হায়দরাবাদ৷
সানরাইজার্স হায়দরাবাদের দল আইপিএলের ১৫ তম মরশুমে অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ ২৯ মার্চ তাদের প্রথম ম্যাচ খেলা হবে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় এই খেলা হবে৷ ডেল স্টেইন ক্রিকেটার হিসেবে আইপিএলে নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছেন৷ তিনি ৯৫ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন ৷ তবে এবার তাঁকে দেখা যাবে কোচের ভূমিকায়৷