TRENDING:

IPL 2022: আইপিএলে এবার কোচের ভূমিকায়, তার আগেই ‘পুষ্পা’ স্টাইলে হাজির স্টেইন, ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন ডেল স্টেইনদের(Dale Steyn) পুষ্পা (Pushpa) নাচের ভাইরাল ভিডিও (Viral Video)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: আইপিএল ২০২২ (IPL 2022)  -র ১৫ তম মরশুমের জন্য সব ক্রিকেট দলই নিজেদের প্রস্তুতি ক্যাম্প শুরু করে দিয়েছে৷ সমস্ত ফ্রাঞ্চাইজিই নিজেদের প্লেয়ারদের নিয়ে ক্যাম্প চালানোর পাশাপাশি শ্যুটিংও করছে৷ অনেকেই নিজেদের প্লেয়ারদের সঙ্গে বিজ্ঞাপন শ্যুট করছেন৷ সানরাইজার্স হায়দরাবাদের নিজেদের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার তারকা জোরে বোলার ডেল স্টেইন (Dale Steyn) ভারতে এসে গেছেন৷ সানরাইজার্স হায়দরাবাদের অ্যাড শ্যুটিংয়ের সময়ে দারুণ মস্তি করেন৷ এই সময়ে তিনিও ভাসেন পুষ্পা  (Pushpa)  ট্রেন্ডে৷ আল্লু অর্জুনের অভিনীত পুষ্পা  (Pushpa) এখন সব দেশ কালের গণ্ডি ছাড়িয়েছে৷ সানরাইজার্সের কোচ করে ফেললেন পুষ্পার ফেমাস স্টেপ৷ সানরাইজার্স হায়দরাবাদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে এই  ভাইরাল ভিডিও (Viral Video)  পোস্টও করেছেন৷
IPL 2022: watch viral video dale steyn pushpa dance in srh advt shoot ahead of ipl
IPL 2022: watch viral video dale steyn pushpa dance in srh advt shoot ahead of ipl
advertisement

ভিডিওতে ডেল স্টেইন (Dale Steyn)  ছাড়া অন্য ক্রিকেটারদেরও দেখা যাচ্ছে৷ ফটোশ্যুটের সময় বিভিন্ন ক্রিকেটাররাই বিভিন্ন ডান্স মুভ করেন৷ কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে সানরাইজার্স হায়দরাবাদের দল এবার তরুণদের ওপর আস্থা রাখেন৷ এই ভিডিওতে নাচ করতে দেখা গেছে অভিষেক শর্মা, উমরান মলিক. আব্দুল সমদ, টি নটরাজন, জগদীশ সূচিতের মতো ক্রিকেটাররা রয়েছেন৷

আরও পড়ুন - China Plane Crash: গন্তব্যে পৌঁছনোর আগেই ১৩৩ যাত্রী সহ ভেঙে পড়ল বোয়িং ৭৩৭, লেটেস্ট আপডেট

advertisement

দেখে নিন ডেল স্টেইনদের(Dale Steyn)  পুষ্পা  (Pushpa) নাচের ভাইরাল ভিডিও (Viral Video)

সানরাইজার্সের জন্য আইপিএলের (IPL 2022) গত মরশুম বেশ খারাপ গেছে৷ ৮ দলের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ শেষ দল হয়েছিল৷ আইপিএল খেতাবের একবারের বিজয়ী সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে গত মরশুমে গণ্ডগোলও হয়েছিল৷ ডেভি়ড ওয়ার্নারকে অনেক ম্যাচেই প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি৷ গত মরশুমের খারাপর পারফরম্যান্সের পর কোচ সাইমন ক্যাটিচ এবং ডেভিড ওয়ার্নারকেও দলে রাখেনি হায়দরাবাদ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সানরাইজার্স হায়দরাবাদের দল আইপিএলের ১৫ তম মরশুমে অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ ২৯ মার্চ তাদের প্রথম ম্যাচ খেলা হবে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় এই খেলা হবে৷ ডেল স্টেইন ক্রিকেটার হিসেবে আইপিএলে নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছেন৷ তিনি ৯৫ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন ৷ তবে এবার তাঁকে দেখা যাবে কোচের ভূমিকায়৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএলে এবার কোচের ভূমিকায়, তার আগেই ‘পুষ্পা’ স্টাইলে হাজির স্টেইন, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল