ভোডাফোন আইডিয়া পেশ করেছে নতুন প্ল্যান
ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) ফ্রি সাবস্ক্রিপশন ৪৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের৷ এতে রোজদিন ২ জিবি ডেটা আর ১০০ এসএমএস এবং আনলিমিডেট কল করা যাবে৷ এতে এক বছরের ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে৷ ১০৬৬ টাকার প্ল্যানে এই সব সুবিধাই থাকবে তার সঙ্গে ভ্যালিডিটি থাকবে ৮৪ দিনের৷ ৬০১ টাকার প্ল্যানে রোজ ৩ জিবি করে ডেটা দেয় কোম্পানি৷ এতে ভ্যালিডিটি ২৮ দিনের বৈধতা রয়েছে৷ এতে ১৬ জিবি অতিরিক্ত ডেটা পায়৷ এই প্ল্যানেও এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন ফ্রিতে পায়৷ আনলিমিটেড কল এবং রোজ ১০০ টি করে এসএমএসের সুবিধা পাবে৷
advertisement
আরও পড়ুন - Health Tips: গরমে শরীর ভাল রাখবে সব দিক দিয়ে, ‘মৌরি মিছরি জল’ বানান এভাবে, হবে ম্যাজিক
এই ভাবে ৩ জিবি এক প্ল্যান ৯০১ টাকার৷ ফ্রি ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ৭০ দিনের জন্য বৈধ৷ এতে ৪৮ জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে৷ ৩৬৫ দিনের প্যাকের দাম ৩,০৯৯ টাকা৷ এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং করতে হবে৷