TRENDING:

IPL 2022: আইপিএল দেখবেন ফোনে, এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন, এই অফার ভোডাফোন আইডিয়ার

Last Updated:

ভোডাফোন আইডিয়া (Vi) ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) বিনামূল্যের সাবস্ক্রিপশন ৪৯৯ টাকা থেকে শুরু করে ৩,০৯৯ টাকা অবধি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ওটিটি প্ল্যাটফর্মে আইপিএল ২০২২ -র আনন্দ ওঠাতে চান, তাই জন্য বিভিন্ন টেলিকম কোম্পানি বিভিন্ন অফার নিয়ে এসেছে৷ ভোডাফোন আইডিয়া নতুন প্ল্যান লঞ্চ করছে৷ এতে ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন৷ ক্রিকেট ফ্যানরা এই প্রিপেড অফারে টাকা দিয়ে আনন্দ ওঠাতে হবে৷ আইপিএল লাইভ সম্প্রচার  Disney+ Hotstar হবে৷ ভোডাফোন আইডিয়া (Vi) ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) বিনামূল্যের সাবস্ক্রিপশন ৪৯৯ টাকা থেকে শুরু করে ৩,০৯৯ টাকা অবধি হয়েছে৷
IPL 2022: vodafone idea disney hotstar prepaid packs for ipl matches- Photo- File
IPL 2022: vodafone idea disney hotstar prepaid packs for ipl matches- Photo- File
advertisement

ভোডাফোন আইডিয়া পেশ করেছে নতুন প্ল্যান

ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) ফ্রি সাবস্ক্রিপশন ৪৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের৷ এতে রোজদিন ২ জিবি ডেটা আর ১০০ এসএমএস এবং আনলিমিডেট কল করা যাবে৷ এতে এক বছরের ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে৷ ১০৬৬ টাকার প্ল্যানে এই সব সুবিধাই থাকবে তার সঙ্গে ভ্যালিডিটি থাকবে ৮৪ দিনের৷ ৬০১ টাকার প্ল্যানে রোজ ৩ জিবি করে ডেটা দেয় কোম্পানি৷ এতে ভ্যালিডিটি ২৮ দিনের বৈধতা রয়েছে৷ এতে ১৬ জিবি অতিরিক্ত ডেটা পায়৷ এই প্ল্যানেও এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন ফ্রিতে পায়৷ আনলিমিটেড কল এবং রোজ ১০০ টি করে এসএমএসের সুবিধা পাবে৷

advertisement

আরও পড়ুন - Health Tips: গরমে শরীর ভাল রাখবে সব দিক দিয়ে, ‘মৌরি মিছরি জল’ বানান এভাবে, হবে ম্যাজিক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ভাবে ৩ জিবি এক প্ল্যান ৯০১ টাকার৷ ফ্রি ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ৭০ দিনের জন্য বৈধ৷ এতে ৪৮ জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে৷ ৩৬৫ দিনের প্যাকের দাম ৩,০৯৯ টাকা৷ এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং করতে হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএল দেখবেন ফোনে, এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন, এই অফার ভোডাফোন আইডিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল