এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore- RCB)৷ অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে মাঠে নামেন বিরাট৷ জগদীশ সুচিথের বলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন বিরাট৷ রানের আশা ব্যার্থ করে, সুপার সানডে-তে সুপার ফ্লপ বিরাট কোহলি৷ আইপিএলের ইতিহাসে ৬ বার প্রথম বলে আউট হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র তারকা ক্রিকেটার৷
advertisement
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬,৫০০ রানে পৌঁছনো থেকে মাত্র এক রান দূরে ছিলেন কোহলি। তবে এবার আইপিএল-এ একেবারে ছন্দে পাওয়া যাচ্ছে না বিরাট কোহলিকে৷ আরও একবার ভক্তদের আশা ভেঙে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি৷
আরও পড়ুন Ashish Nehra: ক্যামেরায় ধরা পড়ল আশিস নেহেরার কুকীর্তি! ছিঃ ছিঃ পড়ে গেল আইপিএলে
২০০৮-এর আইপিএল-এ প্রথমবার গোল্ডেন ডাক হন বিরাট কোহলি৷ প্রথম বলে তাঁকে আউট করেন আশিস নেহরা৷ এরপর আইপিএল ২০১৪-তে সন্দীপ শর্মা এবং আইপিএল ২০১৭-এ নথন কউল্টাপ নাইলের কাছে আউট হন তিনি৷ যদিও ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১২টি ম্যাচে ৩ বার গোল্ডেন ডাক হলেন বিরাট৷