অনুজ রাওয়াত (Anuj Rawat) কিছুদিন আগেই নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর আদর্শ কুমার সঙ্গকারা৷ অনুজ জানিয়েছেন ছোটবেলায় ক্ষেতে খেলে বড় হয়েছেন৷ মাঠের মধ্যেই বন্ধুদের সঙ্গে খেলতেন তিনি৷ ক্ষেতে ক্রিকেট খেলা তাঁর ভাল লাগত৷ তবে ক্রিকেট খেলা দেখতে তাঁর ভাল লাগত না৷ এরজন্য তিনি কারোর ক্রিকেট খেলা দেখে ক্রিকেটার হননি৷ ২০১০ সালে দিল্লি আসেন আর ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন৷ ২০১৭ সালে রণজি দলে সুযোগ পান৷ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) তাঁকে সুযোগ দেয়৷ রবিবার আইপিএল ২০২২ (IPL 2022) প্রথমবার আরসিবি-র জার্সিতে আইপিএলে খেললেন এই তরুণ৷ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে ওপেন করেন তিনি৷ অনুজ গত বছর রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলেন৷
advertisement
আরও পড়ুন - Viral News: কেলেঙ্কারির একশেষ, মায়ের নগ্ন ভিডিও ভাইরাল করে দিল খোদ ছেলে!
সঙ্গকারার ভিডিও দেখতে ভালবাসেন
২২ বছরের উইকেটকিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াত (Anuj Rawat) বলেছেন, ‘‘ যখন আমি খেলা শুরু করি তখন উইকেটকিপিংয়ে সঙ্গকারা টপে ছিললেন৷ সঙ্গাকারা বাঁহাতি ব্যাটসম্যান৷ আমি বাঁহাতি ব্যাটসম্যান তাই ওঁর থেকে অনেক কিছু শিখতে চেষ্টা করেছিলাম কী করে ব্যাট ধরতে হয়৷ কী করে শট খেলতে হয়৷ এইসব আমি ওঁর পুরনো ভিডিও দেখে শিখি৷’’
উত্তরাখণ্ড থেকে এসে অনুজ দিল্লির ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হন, যা বিরাটের কোচ রাজকুমার শর্মা চালান৷ অনুজ জানিয়েছেন তাঁকে দারুণভাবে মোটিভেট করেন বিরাট কোহলি৷ অনুর্ধব ১৯ থেকেই বিরাট তাঁকে প্রভাবিত করে৷
আরও পড়ুন - Viral News: কীভাবে বারবার স্ত্রীকে করবেন প্রেগন্যান্ট, ফেসবুকে পদ্ধতি বাতলে দিলেন ডক্টর শেখ!
কিপিংয়ে মোটিভেশন থাকতে কম্পিটিশন জরুরি৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সেরা উইকেটরক্ষকদের মধ্যে রয়েছেন ঋষভ পন্থ, ইশান কিশান, কেএল রাহুল, কেএস ভরত রেসে রয়েছেন৷ কিন্তু এর জন্য অনুজের চান্স কম মানতে নারাজ তিনি৷ এটাকে আরও ভাল দেওয়ার জন্য বাড়তি মোটিভেশন মনে করেন তিনি৷