TRENDING:

IPL 2022: ফ্যাফের সঙ্গে ওপেন করছেন ক্ষেতে খেলা ‘এই’ ক্রিকেটার, ধোনি-পন্থ নয়, অন্য কেউ তাঁর গুরুদেব

Last Updated:

উত্তরাখণ্ডের অনুজ রাওয়াত (Anuj Rawat) এরকমই এক তরুণ৷ ২২ বছরের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আইপিএল ২০২২ (IPL 2022) এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় ক্রিকেটের এটা দারুণ সুন্দর অধ্যায়৷ সেখানে জাতীয় দলে একটা পোস্টের জন্য দুজন নয় তিন থেকে চারজন সেরা ক্ষমতা সম্পন্ন প্লেয়ার সবসময়েই তৈরি রয়েছেন৷ সিনিয়র এবং অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের দমদার প্রদর্শন করতেই থাকছেন৷ পাশাপাশি তারুণ্যে ভরা ক্রিকেটাররাও সবসময়েই পারফর্ম করেই চলেছেন৷ যাঁরা সিনিয়রদের সবসময়েই চাপের মধ্যে রেখেছেন৷ উত্তরাখণ্ডের অনুজ রাওয়াত  (Anuj Rawat) এরকমই এক তরুণ৷ ২২ বছরের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আইপিএল ২০২২ (IPL 2022) এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছেন৷ প্রথম ম্যাচেই নিজের প্রভাব রেখেছেন এই তরুণ৷ ভারতের এই উঠতি উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি বা ঋষভ পন্থ নয়, শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার ব্যাটিং দেখে ব্যাটিং শিখেছেন৷
rcb wicketkeeper anuj rawat played cricket at farms before joining royal challengers bangalore(Photo @ anujrawat_1755/Instagram)
rcb wicketkeeper anuj rawat played cricket at farms before joining royal challengers bangalore(Photo @ anujrawat_1755/Instagram)
advertisement

অনুজ রাওয়াত  (Anuj Rawat)  কিছুদিন আগেই নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর আদর্শ কুমার সঙ্গকারা৷ অনুজ জানিয়েছেন ছোটবেলায় ক্ষেতে খেলে বড় হয়েছেন৷ মাঠের মধ্যেই বন্ধুদের সঙ্গে খেলতেন তিনি৷ ক্ষেতে ক্রিকেট খেলা তাঁর ভাল লাগত৷ তবে ক্রিকেট খেলা দেখতে তাঁর ভাল লাগত না৷ এরজন্য তিনি কারোর ক্রিকেট খেলা দেখে ক্রিকেটার হননি৷ ২০১০ সালে দিল্লি আসেন আর ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন৷ ২০১৭ সালে রণজি দলে সুযোগ পান৷ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) তাঁকে সুযোগ দেয়৷ রবিবার আইপিএল ২০২২ (IPL 2022) প্রথমবার আরসিবি-র জার্সিতে আইপিএলে খেললেন এই তরুণ৷ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে ওপেন করেন তিনি৷ অনুজ গত বছর রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলেন৷

advertisement

আরও পড়ুন - Viral News: কেলেঙ্কারির একশেষ, মায়ের নগ্ন ভিডিও ভাইরাল করে দিল খোদ ছেলে!

সঙ্গকারার ভিডিও দেখতে ভালবাসেন

২২ বছরের উইকেটকিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াত (Anuj Rawat) বলেছেন, ‘‘ যখন আমি খেলা শুরু করি তখন উইকেটকিপিংয়ে সঙ্গকারা টপে ছিললেন৷ সঙ্গাকারা বাঁহাতি ব্যাটসম্যান৷ আমি বাঁহাতি ব্যাটসম্যান তাই ওঁর থেকে অনেক কিছু শিখতে চেষ্টা করেছিলাম কী করে ব্যাট ধরতে হয়৷ কী করে শট খেলতে হয়৷ এইসব আমি ওঁর পুরনো ভিডিও দেখে শিখি৷’’

advertisement

উত্তরাখণ্ড থেকে এসে অনুজ দিল্লির ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হন, যা বিরাটের কোচ রাজকুমার শর্মা চালান৷ অনুজ জানিয়েছেন তাঁকে দারুণভাবে মোটিভেট করেন বিরাট কোহলি৷ অনুর্ধব ১৯ থেকেই বিরাট তাঁকে প্রভাবিত করে৷

আরও পড়ুন - Viral News: কীভাবে বারবার স্ত্রীকে করবেন প্রেগন্যান্ট, ফেসবুকে পদ্ধতি বাতলে দিলেন ডক্টর শেখ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

কিপিংয়ে মোটিভেশন থাকতে কম্পিটিশন জরুরি৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সেরা উইকেটরক্ষকদের মধ্যে রয়েছেন ঋষভ পন্থ, ইশান কিশান, কেএল রাহুল, কেএস ভরত রেসে রয়েছেন৷ কিন্তু এর জন্য অনুজের চান্স কম মানতে নারাজ তিনি৷ এটাকে আরও ভাল দেওয়ার জন্য বাড়তি মোটিভেশন মনে করেন তিনি৷

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: ফ্যাফের সঙ্গে ওপেন করছেন ক্ষেতে খেলা ‘এই’ ক্রিকেটার, ধোনি-পন্থ নয়, অন্য কেউ তাঁর গুরুদেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল