সিএসকে -র (CSK) জার্সিতে ২ বছর বাদে অর্ধশতরান করলেন মহেন্দ্র সিং ধোনি৷ ধোনি এদিন যখন ব্যাট করতে নামেন তখন সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR) ম্যাচে সিএসকের স্কোর ছিল ৬১ রানে পাঁচ উইকেট৷ কিন্তু শেষবেলার ধোনিক অর্ধশতরানে প্রথম ম্যাচে ১৩১ রানের লক্ষ্য দিতে পারে সিএসকে৷
আরও পড়ুন -IPL 2022: সিএসকে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ বরের, কিন্তু ধোনিকে নিয়ে ভিডিও পোস্ট জাদেজার বউয়ের
advertisement
এদিন ওয়াংখেড়েতে ধোনির নামার সঙ্গে সঙ্গে দারুণভাব তাঁকে মাঠে স্বাগত জানান মাঠে হাজির দর্শকরা৷
সাত নম্বরে নামলেন মহেন্দ্র সিং ধোনি। কেকেআর সঙ্গে সঙ্গে নিয়ে এল বরুণ চক্রবর্তীকে। এর আগে দুবার ধোনিকে বোল্ড করেছিলেন বরুণ। এদিন ধোনিকে ফিরিয়ে দিতে না পারলেও বরুণের বল কোনদিকে ঘুরবে আন্দাজ করতে পারছিলেন না ধোনি। রাসেল সুযোগ পেলেই শর্ট বল করে ধোনির পরীক্ষা নিচ্ছিলেন। উইকেটে ধোনি এবং রবীন্দ্র জাদেজা যখন আছেন, ঝড়ের গতিতে রান উঠবে এমনটাই ধরা হয়।
আরও পড়ুন -IPL 2022: উমেশ যাদবকে নিয়ে ঠকেনি কেকেআর, আগুনে বোলিংয়ে ঝলসে দিলেন সিএসকেকে
কিন্তু হল উল্টো। একের পর এক ডট বল করে গেল নারিন, রাসেলরা। শেষ তিন ওভারে কিছুটা আক্রমণ করল চেন্নাই। তিনটে বাউন্ডারি মারলেন ধোনি। কিন্তু জাদেজা টাইমিং করতে পারছিলেন না। ডেথ ওভারে মাভি খেই হারিয়ে লুজ বল করলেন। ১৫ রান দিলেন ধোনিকে। বুড়ো হাড়ে সিএসকের রান যতটুকু বাড়ল ধোনির জন্য। আন্দ্রে রাসেল জঘন্য বল করলেন শেষ ওভারে। দুরন্ত অর্ধশতরান করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।
এদিকে ধোনি এদিন রানে ফিরলেও রবীন্দ্র জাদেজার অধিনায়কত্বে প্রথমবার আইপিএল খেলতে নামা সিএসকে হারল কেকেআরের বিরুদ্ধে৷ ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় কেকেআর৷