ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে (U19 World Cup Final) তাঁর ইকনমি সবচেয়ে কম৷ ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল মেগা নিলামের (IPL 2022 Mega Auction) অংশ৷ নাম রয়েছে রাজবর্ধন হাঙ্গারগেকর , ভিকি অস্টওয়াল, যশ ধুল , রাজ বাওয়া (Raj Bawa), হারুন সিং, বাসু বৎস, অনিশ্বর গৌতম, কৌশল তাম্বের নাম৷ একমাত্র রাজবর্ধনের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে, বাকি সব কজন ক্রিকেটারের বেস প্রাইস ২০ লক্ষ টাকা৷
advertisement
আরও পড়ুন - Viral Video: ঘোড়ার পিঠ থেকে নাচতে নাচতে এ কী ধরণের নাগিন ডান্স, বিয়েবাড়ির ভাইরাল ভিডিও
রাজ বাওয়ার ফাইনালে আগুনে পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে বহু ফ্রাঞ্চাইজি একেবারে লাফ দেবে এমনটাই মত ওয়াকিবহাল মহলের৷
এদিকে শুধু বল হাতেই চমৎকার পারফরম্যান্স নয়, এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) যখন দল কোভিডে একেবারে একাধিক প্রধান ক্রিকেটারকে বিশ্রাম দিতে বাধ্য হয়েছিল তখন এই রাজ বাওয়া ব্যাট হাতেও চমৎকার ইনিংস খেলেছিলেন৷
ফলে যে কোনও আইপিএল ফ্রাঞ্চাইজির জন্য অলরাউন্ডার প্যাকেজ হতে পারেন এই রাজ বাওয়া৷ এদিনের রাজ বাওয়ার ফাইনালে বল হাতে পাঁচ উইকেট অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup Final) মঞ্চে কোনও বোলারের করা সেরা পারফরম্যান্স৷
রাজ বাওয়া ও রবি কুমারের জুটিতে লুটি পারফরম্যান্সে ভর দিয়েই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড৷