পঞ্জাব কিংসের ইনিংসের ১৬তম ওভারে মহম্মদ শামি বল করছিলেন৷ লিয়াম লিভিংস্টোনকে প্রথমে বল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে ১১৭ মিটারের ছক্কা মারেন৷ তাঁর এই শটের পর রশিদ খান এসে তাঁর ব্যাট পরীক্ষা করেন৷ তিনি এরপরের দুটি বলেও ছক্কা মারেন৷ পাশাপশি ২ টি চারও মারেন৷ এই ওভারে মোট ২৮ রান হয়৷ এর আগে এইবারের আইপিএলের সবচেয়ে বড় ছয় মুম্বই ইন্ডিয়ান্সের ডেবা্ড ব্রেবিস লাগিয়েছিলেন৷ তিনি ১১২ মিটারের ছক্কা মেরেছিলেন৷ আইপিএল ২০২২ -র তৃতীয় সবচেয়ে বড় ছয়ও লিয়াম লিভিংস্টোনই মেরেছেন৷ সেই ছক্কা ১০৮ মিটারের৷
advertisement
আরও পড়ুন - Healthy Lifestyle: পিরিয়ড ক্র্যাম্প, বা অন্য ব্যাথা, পায়ে ‘এই’ ভাবে ম্যাসাজ করুন
দেখে নিন লিয়াম লিভিংস্টোনের ছক্কার (Liam Livingstnoe Six) ভাইরাল ভিডিও (Vira Video)
১৩৮ বলে ৩৫০ রান করেছেন
ইংল্যান্ডের ২৮ বছরের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ক্লাব ক্রিকেটের এক ম্যাচে ৩৫০ রানের রেকর্ড ইনিংস খেলেছেন৷ তিনি এপ্রিলের ২০১৫ তে নেনবিচের পক্ষ থেকে খেলতে গিয়ে ১৩৮ বলে ৩৫০ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ৩৪ টি চার ও ২৭ টি ছয় মেরেছিলেন৷ টিম ৪৫ ওভারে ৭ উইকেটে ৫৭৯ রান করেছিল৷ জবাবে বিপক্ষ দল মাত্র ৭৯ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ এই ভাবে লিভিংস্টোন দলের এই লড়াইতে ৫০০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল৷
লিয়াম লিভিংস্টোন টি ২০ -র রেকর্ড দারুণ৷ এই মোকাবিলায় ১৭৬ ম্যাচে ২৯ গড়ে ৪৩৭৩ রান করেন৷ ২ টি শতরান এবং ২৬ টি অর্ধশতরান রয়েছেন৷ স্ট্রাইকরেট ১৪৬ ৷ আক্রমণাত্মক ক্রিকেট খেলেন তিনি আরও বোঝা যায় কারণ তিনি ২৫০ টি ছক্কা মেরেছেন৷
