TRENDING:

IPL 2022: কেকেআরের জন্য বলিদান দিতে প্রস্তুত শ্রেয়স আইয়ার, নাইট অধিনায়ক বললেন ‘এত বড় কথা’

Last Updated:

২৭ বছরের এই ক্রিকেটারকে কেকেআর (KKR) আইপিএল মেগা নিলাম থেকে ১২.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএল ২০২২ (IPL 2022) এ কলকাতা নাইটা রাইডার্স (KKR) ২৬ মার্চ খেতাব রক্ষার লড়াইতে নামা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা দিয়ে অভিযান শুরু করবে৷ এবারে কেকেআর দল বেশ নতুনরকম, পাশাপাশি নিলাম থেকে প্লেয়ার তুলে ভাবনাচিন্তা করে দল সাজিয়েছেন কেকেআর থিঙ্কট্যাঙ্ক৷ এবারের কেকেআর দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)৷ তিনি জানিয়েছেন দলের প্রয়োজনে যেখানে দরকার সেখানে ব্যাট করার জন্য তিনি তৈরি৷
IPL 2022: KKR captain shreyas iyer ready to try out different batting positions- Photo- (Twitter KKR)
IPL 2022: KKR captain shreyas iyer ready to try out different batting positions- Photo- (Twitter KKR)
advertisement

২৭ বছরের এই ক্রিকেটারকে কেকেআর (KKR)  আইপিএল মেগা নিলাম থেকে ১২.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে৷ সাধারণত ভারতীয় দলের জার্সিতে শ্রেয়স আইয়ার (Shreyash Iyer) যখন খেলেন তখন পাঁচ নম্বরে ব্যাট করেন৷  আর আইপিএলে তাঁর পছন্দের ব্যাটিং স্থান ৩ নম্বর৷ এদিকে থিঙ্কট্যাঙ্ক আগে নীতিশ রানাকে ৩ নম্বরে নামাতে চাইলে শ্রেয়স আইয়ারকে তাঁর পরে নামতে হবে৷

advertisement

আরও পড়ুন - Cyclone Ashani: ‘অশনি’ সংকেত-৭০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো, মৎসজীবীদের জন্য জারি সতর্কতা

KKR.in  -র সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অধিনায়ক বলেছেন, ‘‘দলের প্রয়োজন অনুযায়ি যে পজিশনে দরকার সেখানেই ব্যাটিং করবে৷ ’’ তিনি বলেছেন, ‘‘আমার ৩ নম্বরে ব্যাট করা পছন্দ তাই আমার মনে হয় কারণ এই জায়গায় দীর্ঘদিন ধরে ব্যাট করছি৷ কিন্তু আমি নিজেকে ফ্লেক্সিবেল রাখতে চাই৷ আর সেখানে আমার দলের দরকার সেখানেই ব্যাট করতে আমি খুশি৷ এটাকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখতে চাই৷’’

advertisement

শ্রেয়স আইয়ার বলেছেন, ‘‘নিজেকে সবসময় একরূপে রাখতে পারে না৷ কখনও পাওয়ার হিটার, কখনও অ্যাঙ্করের ভূমিকা পালন করছি৷ ইনিংসের জন্য কোনও একজন ক্রিকেটারের ওপর নির্ভর করতে পারেন না৷ যদি সেই দিনটা আপনারও হয় তাহলেও ভাবতে হবে যে আপনি দলের জন্য জিতেছেন৷ মূলরূপে ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিজের শেষ মরশুমে আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্ব করেছেন এই স্টাইলিশ ক্রিকেটার৷ তিনি বলেছেন কেকেআরের আগ্রাসন ও সাহসিকতাই ব্র্যান্ড৷ তিনি এর সঙ্গেই তালমেল রেখে এগোতে চান৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: কেকেআরের জন্য বলিদান দিতে প্রস্তুত শ্রেয়স আইয়ার, নাইট অধিনায়ক বললেন ‘এত বড় কথা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল