২৭ বছরের এই ক্রিকেটারকে কেকেআর (KKR) আইপিএল মেগা নিলাম থেকে ১২.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে৷ সাধারণত ভারতীয় দলের জার্সিতে শ্রেয়স আইয়ার (Shreyash Iyer) যখন খেলেন তখন পাঁচ নম্বরে ব্যাট করেন৷ আর আইপিএলে তাঁর পছন্দের ব্যাটিং স্থান ৩ নম্বর৷ এদিকে থিঙ্কট্যাঙ্ক আগে নীতিশ রানাকে ৩ নম্বরে নামাতে চাইলে শ্রেয়স আইয়ারকে তাঁর পরে নামতে হবে৷
advertisement
আরও পড়ুন - Cyclone Ashani: ‘অশনি’ সংকেত-৭০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো, মৎসজীবীদের জন্য জারি সতর্কতা
KKR.in -র সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অধিনায়ক বলেছেন, ‘‘দলের প্রয়োজন অনুযায়ি যে পজিশনে দরকার সেখানেই ব্যাটিং করবে৷ ’’ তিনি বলেছেন, ‘‘আমার ৩ নম্বরে ব্যাট করা পছন্দ তাই আমার মনে হয় কারণ এই জায়গায় দীর্ঘদিন ধরে ব্যাট করছি৷ কিন্তু আমি নিজেকে ফ্লেক্সিবেল রাখতে চাই৷ আর সেখানে আমার দলের দরকার সেখানেই ব্যাট করতে আমি খুশি৷ এটাকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখতে চাই৷’’
শ্রেয়স আইয়ার বলেছেন, ‘‘নিজেকে সবসময় একরূপে রাখতে পারে না৷ কখনও পাওয়ার হিটার, কখনও অ্যাঙ্করের ভূমিকা পালন করছি৷ ইনিংসের জন্য কোনও একজন ক্রিকেটারের ওপর নির্ভর করতে পারেন না৷ যদি সেই দিনটা আপনারও হয় তাহলেও ভাবতে হবে যে আপনি দলের জন্য জিতেছেন৷ মূলরূপে ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে৷’’
নিজের শেষ মরশুমে আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্ব করেছেন এই স্টাইলিশ ক্রিকেটার৷ তিনি বলেছেন কেকেআরের আগ্রাসন ও সাহসিকতাই ব্র্যান্ড৷ তিনি এর সঙ্গেই তালমেল রেখে এগোতে চান৷