Cyclone Ashani: ‘অশনি’ সংকেত-৭০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো, মৎসজীবীদের জন্য জারি সতর্কতা
- Published by:Debalina Datta
Last Updated:
Cyclone Ashani: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৭০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় (Cyclone)। এই ঘূর্ণিঝড়ের নাম হবে "অশনি" (Cyclone Ashani)। এই ঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই (Weather Update) দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি এর অবস্থান। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আরো শক্তিশালী হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আপাতত উত্তর দিকে অগ্রসর হবে এই সিস্টেমটি। সোমবার সকালে র মধ্যে ঘূর্নীঝড়ে পরিনত হবে। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর দিকে প্রাথমিকভাবে এগোলেও পরবর্তীকালে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নেবে। Photo Courtesy- Windy
advertisement
মঙ্গলবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর মায়ানমার উপকূলে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও। এর সরাসরি প্রভাব আমাদের রাজ্যে না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গলবার ও বুধবারের মধ্যে আংশিক মেঘলা আকাশ এর সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তি বাড়বে। Photo Courtesy- Windy
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়া দক্ষিণ ভারতের দু-একটি রাজ্যে বিশেষ করে কেরল, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবি-সোমবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতের দু-একটি রাজ্যে। আগামী ২৪-৪৮ ঘন্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা। মঙ্গল-বুধবার থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন।এছাড়া সারা ভারতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। Photo- File
advertisement
advertisement
advertisement
আজ সকালে কলকাতায় (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি শহরে। Photo- File
advertisement
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জেলায় জেলায় সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী চার পাঁচ দিনে দিনের বেলার গরম বাড়বে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ আর থাকবে না। রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। Photo- File
advertisement