ভারতীয় ক্রিকেটের দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli ), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৷ এই দুই তারকাই ভারতীয় দল এবং আইপিএলের হয়ে অসংখ্য সাফল্যের পারফরম্যান্স অনেকেরই৷ কিন্তু তাঁরা ইশান কিষাণ (Ishan Kishan) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷
আইপিএ ২০২২ মেগা নিলামে পঞ্জাব কিংস প্রচুর প্রচুর টাকা দিয়ে একাধিক ক্রিকেটারকে তুলে নিয়েছে৷ পঞ্জাব কিংস ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে সাড়ে এগারো কোটিতে কিনেছে৷ তাছাড়াও দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসিও রাবাদা ৯ কোটিতে , আনক্যাপড ভারতীয় প্লেয়ার শাহরুখ খান ৮.২৫ কোটি টাকা এবং শিখর ধাওয়ান ৬.৭৫ কোটি টাকায় জনি বেয়রোস্ত এবং ৫.২৫ কোটি টাকায় রাহুল চাহারকে কিনেছে৷ পঞ্জাব কিংস ১৪ কোটিতে অধিনায়ক তুলেছে৷
advertisement
আরও পড়ুন - ২০১৮ তে পুলিশকে নিগ্রহ! Ravindra Jadeja -র স্ত্রী ও শাশুড়িকে চূড়ান্ত সমন পাঠাল কোর্ট
লখনউ সুপার জায়ন্টস কেএল রাহুলকে ১৭ কোটিতে তুলেছে৷ ফ্রাঞ্চাইজিরা ১০ কোটি টাকা দিয়ে আবেশ খানকে তুলে নিয়েছে৷ এছাড়া ৮.৭৫ কোটি টাকায় জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া ৮.২৫ কোটি টাকা, মার্ক উড ৭.৫০ কোটি টাকায় কিনেছে৷ কুইন্টন ডি কককে কিনেছে ৬.৭৫ কোটি টাকা৷ এছাড়া অস্ট্রেলিয়ার মার্কাস স্টোনিস ৯.২০ কোটি টাকায় দলে এসেছেন৷
আরও পড়ুন - Rohit Sharma Car: নতুন অধিনায়ক রোহিত শর্মা- তাঁর নতুন ল্যাম্বোরগিনি গাড়ি , দাম শুনলে ঘুরবে মাথা
আইপিএল ২০২২ ( IPL 2022) -র বেতন (Salary of players) -
কেএ রাহুল (KL Rahul)- ১৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ন্টস (Lucknow Super Giants)
রোহিত শর্মা (Rohit Sharma ) - ১৬ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) - ১৬ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)
ঋষভ পন্থ (Rishabh Pant) - ১৬ কোটি টাকা, দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals)
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) - ১৫ কোটি টাকা, গুজরাত টাইটান্স (Gujarat Titans)
বিরাট কোহলি (Virat Kohli) -১৫ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) - ১২ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)