বিসিসিআই আইপিএলের জন্য করোনা ভাইরাস প্রটোকল বানিয়েছে যার কারণে দিল্লি ক্যাপিটালল্স করোনা টেস্টের আরও এক পর্বের মধ্যে দিয়ে যাবে৷ ততক্ষণ অবধি পাশাপাশি সমস্ত ক্রিকেটার নিজের নিজের ঘরে আইসোলেট থাকবেন৷ দিল্লি ক্যাপিটাল্স আজ সন্ধ্যায় নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে৷
আরও পড়ুন - মর্মান্তিক মৃত্যু! রেলের ইন্সপেকশন কারের ধাক্কায় মৃত্যু হল রেলের সিনিয়র টেকনিশিয়ানের
advertisement
দিল্লি -র দল এখন পয়েন্ট টেবলে পাঁচ নম্বরে রয়েছে৷ ১০ টি ম্যাচের মধ্যে ৫ টি জিতেছে তারা৷ অন্যদিকে চেন্নাই সুপার কিংস নয় নম্বর স্থানে রয়েছে৷ তবে দিল্লি ক্যাপিটাল্সের নেট করোনা পজিটিভ হওয়ায় চেন্নাই সুপার কিংসে এর কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি৷
এর আগে দিল্লি ক্যাপিটালসের মিচেল মার্শের আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছিল। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে টিম ম্যানেজমেন্ট। সেই সময় মিচেল মার্শ ছাড়া দিল্লি দলের দুজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত। দিল্লি ক্যাপিটালসে এখন মোট চারজন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল।
এই মরশুমে আইপিএলে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর সামনে এসেছিল এই মরশুমের আইপিএলে প্রথম করোনা ভাইরাস হানার ঘটনা ঘটেছিল, আক্রান্ত হয়েছিলেন দিল্লি ক্যাপিটাল্সের ফিজিও প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart ) তিনি করোনা পজিটিভ হয়েছিলেন (Covid 19 in IPL 2022)৷
এছাড়াও দিল্লি ক্যাপিটাল্সের হেড কোচ রিকি পন্টিংয়ের পরিবারের সদস্যও করোনা পজিটিভ হয়েছিলেন৷