সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজা -র বলে অম্বাতি রায়ডু তাঁর একটা সহজ ক্যাচ ছেড়ে দেন৷ এরপর ১১ তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে অম্বাতি রায়ডু আর কোনও ভুল করেননি৷ লিভিংস্টোনের ক্যাচ ধরে নেন রায়ডু৷ রবীন্দ্র জাদেজা লিভিংস্টোনের উইকেট নেওয়ার জন্য প্ল্যান করেছিলেন অম্বাতি রায়ডু তাঁকে সেই ট্র্যাপেই ফাঁসান৷ কিন্তু জাদেজা -র চেষ্টাকে সফল করার পর অম্বাতি রায়ডু স্বস্তির হাসি মুখে ফুটিয়ে তোলেন৷ লিভিংস্টোনের ক্যাচ ছাড়ার ভুল আর করেননি তিনি৷
advertisement
ক্যাচ নেওয়ার পর অম্বাতি রায়ডু চেহারায় একটি বড় হাসি দেখা যায়৷ তাঁর সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ লিভিংস্টোন নিজের ৩২ বলে বিস্ফোরক ইনিংসে ৫ টি চার ও ৫ টি ছক্কা হাঁকান৷
আরও পড়ুন - IPL 2022: কেকেআর এখন আরও খতরনাক! দলে ম্যাচ উইনার, কবে খেলবেন প্রথম ম্যাচ
লিভিংস্টোনের ব্যাটের ওপর ভর দিয়ে পঞ্জাব খারাপ শুরুর পরেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াকু ১৮১ রানের টার্গেট দেন৷ জবাবে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির সিএসকে ১৮ ওভারে ১২৬ রানেই শেষ হয়ে যায়৷ ফলে ম্যাটে ৫৪ রানে হেরে যায় সিএসকে৷ চেন্নাই সুপার কিংসের এটা আইপিএল ২০২২ এ এটা তাঁদের তৃতীয় হার৷ লিভিংস্টোন ২ উইকেটে নেন৷