দীপক চাহার ছাড়া সিএসকে আইপিএল ২০২২ এ বেশ চাপে রয়েছে৷ গত চার ম্যাচে সিএসকে চাহারের অভাব ভালভাবেই বোঝা গেছে৷ এখনও অবধি এই মরশুমে নিজেদের প্রথম জয় খুঁজছে সিএসকে৷ ফলে দীপক চাহারকে আদৌ না পাওয়া তাদের জন্য বড় ঝটকা৷
আরও পড়ুন - Viral Video: হার্দিক পান্ডিয়ার মাথায় সজোরে লাগল বাউন্সার, গ্যালারিতে স্ত্রী যা করলেন
advertisement
রিহ্যাবের সময় পিঠে লাগে চোট
সিএসকে এখন আইপিএলের পয়েন্ট টেবলে সবচেয়ে নিচে রয়েছে৷ এমন মনে করা হচ্ছে চাহার এই সপ্তাহের পর সিএসকে দলের সঙ্গে যোগ দেবেন৷ কিন্তু ফের একবার চোট লাগায় তিনি টুর্নামেন্ট খেলা কার্যত অসম্ভব৷
আরও পড়ুন - IPL 2022: পাড়ার মোড়ে বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে
সূত্রের খবর অনুযায়ি চাহার এনসিএতে রিহ্যাব করার সময় ফের নতুন করে চোট পান৷ তিনি এক মাসেরও বেশি সময় ধরে এনসিএ-তে থাকছিলেন৷ যেখানে ফেব্রুয়ারিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দরুণ চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছিলেন৷ চাহার ফেব্রুয়ারিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে পায়ে লাগা চোটের কারণে নিজের পুরো স্পেল শেষ করতে না পেরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান৷ এরপর শ্রীলঙ্কা সিরিজেও তাঁর জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি৷