TRENDING:

IPL 2022: আর বল করতে হবে না, হঠাৎই ওভারের মধ্যে দিল্লির তারকা বোলারকে থামালেন আম্পায়ার

Last Updated:

নোর্ৎজের ওভারের মধ্যে কুলদীপ যাদব শেষ করেন৷ কিন্তু কী এমন ঘটল যাতে এইরকম সিদ্ধান্ত নিল৷ কোথায় ভুল ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএল ২০২২ ( IPL 2022) একদিন আগে লখনউ সুপার জায়ন্টস এবং দিল্লি ক্যাপিটাল্স মধ্যে জোর বাইশ গজের লড়াই হয়৷ এতে লখনউ বাজি মেরে যায়৷ এই ম্যাচের মধ্যে একটা ঘটনা ঘটে৷ যা মাঠে বড় একটা দেখতে পাওয়া যায় না৷ আসলে এই ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের বোলার এনরিক নোর্ৎজে -র ওভারে ঘটে৷ তাঁকে ওভারের মধ্যেই বোলিং থেকে সরিয়ে দেন মাঠের আম্পায়ার৷ লখনউয়ের ইনিংসের ১৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ এরপর নোর্ৎজের ওভারের মধ্যে কুলদীপ যাদব শেষ করেন৷ কিন্তু কী এমন ঘটল যাতে এইরকম সিদ্ধান্ত নিল৷ কোথায় ভুল ছিল৷
IPL 2022: Anrich Nortje barred from bowling- Photo-(Anrich nortje instagram)
IPL 2022: Anrich Nortje barred from bowling- Photo-(Anrich nortje instagram)
advertisement

এনরিক নোর্ৎজে নিজের তৃতীয় ওভারের বোলিং করছিলেন৷ এই ওভারে তৃতীয় বলে তিনি ফুলটস দেন৷ এই বল ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার চেয়ে কিছু জোরে ছিল৷ এই বলের স্ট্রাইক দীপক হুডার কোমরের ওপর হয়৷ আম্পায়ার এই বলকে নো বল বলে ঘোষণা করে৷ নোর্ৎজে -র বোলিং এরপর বন্ধ হয়ে যায়৷ কারণ এর আগে লখনউয়ের ইনিংসের ১৪ তম ওভারে ১৪১.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেন৷ সেই বল বিমার ছিল৷ স্ট্রাইকে দাঁড়িয়ে কুইন্টন ডি কক এক চুলের জন্য বেঁচে যায়৷ বল সোজা হেলমেট লাগে৷ কোনও ভাবে কুইন্টন ডি ককের ব্যাট লেগে যায়৷ বল শর্ট থার্ডম্যান ছক্কার জন্য চলে যায়৷

advertisement

আম্পায়র নোর্ৎজে এই বলে নো বল ঘোষণা করেন৷ আর বোলারকে সমঝে দেন৷ আসলে নোর্ৎজে ম্যাচে দ্বিতীয়বার বিমার দেন৷ আম্পায়র বোলারের বল করা বন্ধ করে দেন৷ এরপরে ফ্রি হিট এবং নোর্ৎজে ওভারের বাকি বল কুলদীপ যাদব বল করেন৷ আসলে আইপিএলের মঞ্চে এটা প্রথমবার হয়৷ আসলে ইনিংসে ২ বার বিমার ফেললেও বোলাররা ব্যান হয়নি৷ কিন্তু এই ম্যাচে কেন হল?

advertisement

আরও পড়ুন - Job Vacancy: হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগে হাজার হাজার ভ্যাকেন্সি

দীপক চাহার বিমার ফেলার পরেও বেঁচে যান

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন

২০১৯ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংস দীপক চাহার পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুটি বিমার দিয়েছিলেন৷ কিন্তু তাকে বল করতে বারণ করেননি কেউই৷ কারণ দীপকের বল স্লোয়ার ছিল৷ তাই তাঁকে ব্যান করা হয়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আর বল করতে হবে না, হঠাৎই ওভারের মধ্যে দিল্লির তারকা বোলারকে থামালেন আম্পায়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল