TRENDING:

IPL 2022: আর বল করতে হবে না, হঠাৎই ওভারের মধ্যে দিল্লির তারকা বোলারকে থামালেন আম্পায়ার

Last Updated:

নোর্ৎজের ওভারের মধ্যে কুলদীপ যাদব শেষ করেন৷ কিন্তু কী এমন ঘটল যাতে এইরকম সিদ্ধান্ত নিল৷ কোথায় ভুল ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএল ২০২২ ( IPL 2022) একদিন আগে লখনউ সুপার জায়ন্টস এবং দিল্লি ক্যাপিটাল্স মধ্যে জোর বাইশ গজের লড়াই হয়৷ এতে লখনউ বাজি মেরে যায়৷ এই ম্যাচের মধ্যে একটা ঘটনা ঘটে৷ যা মাঠে বড় একটা দেখতে পাওয়া যায় না৷ আসলে এই ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের বোলার এনরিক নোর্ৎজে -র ওভারে ঘটে৷ তাঁকে ওভারের মধ্যেই বোলিং থেকে সরিয়ে দেন মাঠের আম্পায়ার৷ লখনউয়ের ইনিংসের ১৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ এরপর নোর্ৎজের ওভারের মধ্যে কুলদীপ যাদব শেষ করেন৷ কিন্তু কী এমন ঘটল যাতে এইরকম সিদ্ধান্ত নিল৷ কোথায় ভুল ছিল৷
IPL 2022: Anrich Nortje barred from bowling- Photo-(Anrich nortje instagram)
IPL 2022: Anrich Nortje barred from bowling- Photo-(Anrich nortje instagram)
advertisement

এনরিক নোর্ৎজে নিজের তৃতীয় ওভারের বোলিং করছিলেন৷ এই ওভারে তৃতীয় বলে তিনি ফুলটস দেন৷ এই বল ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার চেয়ে কিছু জোরে ছিল৷ এই বলের স্ট্রাইক দীপক হুডার কোমরের ওপর হয়৷ আম্পায়ার এই বলকে নো বল বলে ঘোষণা করে৷ নোর্ৎজে -র বোলিং এরপর বন্ধ হয়ে যায়৷ কারণ এর আগে লখনউয়ের ইনিংসের ১৪ তম ওভারে ১৪১.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেন৷ সেই বল বিমার ছিল৷ স্ট্রাইকে দাঁড়িয়ে কুইন্টন ডি কক এক চুলের জন্য বেঁচে যায়৷ বল সোজা হেলমেট লাগে৷ কোনও ভাবে কুইন্টন ডি ককের ব্যাট লেগে যায়৷ বল শর্ট থার্ডম্যান ছক্কার জন্য চলে যায়৷

advertisement

আম্পায়র নোর্ৎজে এই বলে নো বল ঘোষণা করেন৷ আর বোলারকে সমঝে দেন৷ আসলে নোর্ৎজে ম্যাচে দ্বিতীয়বার বিমার দেন৷ আম্পায়র বোলারের বল করা বন্ধ করে দেন৷ এরপরে ফ্রি হিট এবং নোর্ৎজে ওভারের বাকি বল কুলদীপ যাদব বল করেন৷ আসলে আইপিএলের মঞ্চে এটা প্রথমবার হয়৷ আসলে ইনিংসে ২ বার বিমার ফেললেও বোলাররা ব্যান হয়নি৷ কিন্তু এই ম্যাচে কেন হল?

advertisement

আরও পড়ুন - Job Vacancy: হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগে হাজার হাজার ভ্যাকেন্সি

দীপক চাহার বিমার ফেলার পরেও বেঁচে যান

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২০১৯ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংস দীপক চাহার পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুটি বিমার দিয়েছিলেন৷ কিন্তু তাকে বল করতে বারণ করেননি কেউই৷ কারণ দীপকের বল স্লোয়ার ছিল৷ তাই তাঁকে ব্যান করা হয়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আর বল করতে হবে না, হঠাৎই ওভারের মধ্যে দিল্লির তারকা বোলারকে থামালেন আম্পায়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল