TRENDING:

IPL 2021: Riyan Parag-র বুলেট থ্রো, মাত হয়ে গেলেন Virat Kohliও, দেখুন ভিডিও

Last Updated:

কবে Virat kohli-কে রান আউট হতে দেখেছেন...আইপিএল ২০২১ (IPL 2021) এ রাজস্থান রয়্যালস ম্যাচে সেটাই হল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলি (Virat Kohli Run out) রান আউট হয়েছেন৷ দুর্ভাগ্য তাঁকে এদিন তাড়া  না করলে  যেভাবে রানআউট হয়েছে তা হওয়ার কথা নয়৷ কোহলি রানআউট হয়েছেন এমন ঘটনা বিরল৷ বিরাট কোহলির ফিটনেস কামাল তা নিয়ে কোনও প্রশ্ন ওঠে না৷ তাঁর এই ফিটনেস জেরে তাঁর রানিং বিটুইন দ্য উইকেট নিয়েও সকলেই মুগ্ধ৷ তিনি কিনা হয়ে গেলেন রান আউট৷ রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে কোহলি নিজের ক্রিজ অবধি পৌঁছনোর আগের রিয়ান পরাগের দুরন্ত থ্রোতে আউট হয়ে গেলেন তিনি৷
advertisement

এদিকে বিরাট কোহলিকে রানআউট করে ভীষণ খুশি হয়ে যান চিরাগ৷ নিজের আন্দাজে সেলিব্রেশনে মেতে ওঠেন৷ এই ম্যাচে রাজস্থান রয়্যাস ১৪৯ রান করে৷ যার পরে আরসিবি  মাত্র ৩ উইকেট খুইয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ দেখে নিন সেই ম্যাচে বিরাটের রান আউটের ভিডিও৷

advertisement

৪৩ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) একতরফাভাবে রাজস্থান রয়্যালসকে  (Rajasthan Royals) ৭ উইকেটে হারিয়ে দিয়েছে৷ দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে খেলা ম্যাচে রাজস্থান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৯ রান তোলে৷ ব্যাঙ্গালোর (RCB) মাত্র ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ব্যাঙ্গালোরের জয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৩০ বলে ৫০ রান করেন৷ শ্রীকর ভরত ৪৪ রান করেন৷  ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল ৩ টি ও যুজবেন্দ্র চাহাল ও শাহবাজ আহমেদ ২ টি করে উইকেট নেন৷ ব্যাঙ্গালোরের এই জয়ের ফলে ফের আইপিএল পয়েন্ট টেবলে (IPL 2021 Points Table) বড় পরিবর্তন এল৷

advertisement

আরও পড়ুন - Bizarre: কেটে নেওয়া হয়েছে মুণ্ডু, তারপরেও লাফিয়ে চলেছে Frog, শিউরে ওঠার মতো ভিডিও Viral

আইপিএল ২০২১ পয়েন্ট টেবলে (IPL 2021 Points Table) প্রথম  দুটি স্থানে কোনও পরিবর্তন হয়নি৷ চেন্নাই ও দিল্লি দুই দলেরই ১৬ -১৬ অঙ্ক নিয়ে যথাক্রমে পয়েন্ট টেবলের এক ও দু নম্বরে রয়েছে৷ চেন্নাই রান রেটের বিচারে দিল্লিকে দু নম্বরে রেখে নিজেদের এক নম্বরে রেখেছে৷ ব্যাঙ্গালোর  (RCB) ১১ ম্যাচের ৭ টি জয় পেয়েছে৷ পাশাপাশি নিজের রানরেটও শুধরে নিয়েছে৷ কেকেআরের কাছের হারের পর ব্যাঙ্গালোর নেট রানরেট বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল৷ এখন তাদের ১৪ পয়েন্ট রয়েছে৷ ব্যাঙ্গালোরের নেট রানরেট এখন -0.২০০৷ এই নয় এই জয়ের পরে নিজের দুই প্রতিপক্ষ থেকে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) থেকে ৪ অঙ্কের পার্থক্য করে নিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজস্থান রয়্যালসের এদিকে আশা কার্যত শেষ৷ ব্যাঙ্গালোরের হারের পর প্লে অফের বড় ঝটকা লাগে৷ রাজস্থান এখন ১১ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে৷ তাদের রানরেট -০.৪৬৮৷ এই দল প্লে অফে পৌঁছনোর পর তিন ম্যাচে বড় পয়েন্টের অঙ্কে তাদের জিততে হবে৷ বর্তমানের পরিস্থিতি দেখে এটা অসম্ভব মনে হচ্ছে ৷ প্লে অফের রেসে এখন রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ চতুর্থ নম্বর স্পটের জন্য কলকাতা (KKR) ও মুম্বইয়ের মধ্যে সবচেয়ে কড়া টক্কর হচ্ছে৷ আর পঞ্জাহ ও রাজস্থানকেও এই রেসের সম্পূর্ণ বাইরে রাখা যাচ্ছে না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: Riyan Parag-র বুলেট থ্রো, মাত হয়ে গেলেন Virat Kohliও, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল