আরও পড়ুন - Covid 19 ভ্যাকসিনের সার্টিফিকেট কি ভুয়ো? বুঝবেন কী ভাবে?
ম্যাচের পর মর্গ্যান (Eoin Morgan) করে লিখেছিলেন ,‘‘ আমি যেটা দেখছি সেটা বিশ্বাস করতে পারছি না৷ আইপিএল আগামী ছোটদের জন্য ভয়ানক উদাহরণ৷ আমার মনে হয় সামনের দিনে অশ্বিনের অনুশোচনা হবে৷ ’’
এবার এই ঝগড়ায় আসরে নামলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷ তিনি অনেকগুলি ট্যুইট করেন৷ সেখানে নিজের পক্ষের হয়ে সওয়াল করেন৷ তিনি লেখেন, ‘‘যখন আমি ফিল্ডারকে থ্রো করতে দেখি তখন আমি দৌড়তে শুরু করি৷ আমি জানি না থ্রো ঋষভের গায়ে লেগেছিল৷ আমি যদি এটা দেখতাম তাহলে কি আমি দৌড়তাম? আমি অবশ্যই করব এবং আমার এর অনুমতি রয়েছে৷ আমি কি মর্গ্যানের (Eion Morgan) কথায় কি আমি খারাপ হয়ে যাব? না এরকম নয়৷ ’’
আরও পড়ুন - Xiaomi ভারতে নিয়ে এল নতুন 5G ফোন 11 Lite NE 5G, দাম কত, জানুন ফিচার্স
অশ্বিন আরও একটি ট্যুইটে লেখেন. ‘‘আমি রি লড়াই করেছি? আমি নিজের জন্য দাঁড়িয়েছি৷ আমি তাই করেছি যা মা-বাবা-শিক্ষকরা শিখিয়েছেন৷ আপনিও নিজের বাচ্চাকে নিজের জন্য দাঁড়াতে শেখাবেন৷ মর্গ্যান ও সাউদির ক্রিকেট দুনিয়ায় যা খুশি সঠিক বা ভুল মানতে পারেন৷ যদি নীতির কথা হয় তাহলে ভুলভাল শব্দ ব্যবহার করা তাঁদের অধিকার নয়৷ আশ্চর্যের বিষয় এঁরা এটা নিয়ে আলোচনা করছেন আর কোনটা সত্যি কোনটা ভুল এসব বলছেন৷ ’’
অশ্বিন আরও লিখেছেন, ‘‘লক্ষ লক্ষ খেলোয়াড় এই খেলার সঙ্গে যুক্ত রয়েছে যাঁরা এই মহান খেলাটি খেলে নিজের কেরিয়ার তৈরি করে৷ তাঁদের শেখানো হয় খারাপ থ্রোতে আপনি রান নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে পারেন৷ তাঁদের এভাবে ভুল বোঝাবেন না যে আপনি রান নিতে অস্বীকার করবেন বা ননস্ট্রাইকারকে হুঁশিয়ারি দেন তাহলে আপনাকে ভালো মানুষ বলা হবে৷ কারণ সমস্ত মানুষ যাঁরা ভালো -খারাপ বলছেন তাঁরা সকলেই নিজেদের জীবন কাটিয়েদিয়েছেন৷ এঁরা তাই করেছেন যা সফল হওয়ার জন্য আবশ্যক৷ ’’
রবিচন্দ্রন অশ্বিন নিজের শেষ ট্যুইটে লিখেছেন মাঠে হৃদয় দিয়ে খেলুন এবং সব নিয়মের মধ্যে থেকে খেলুন৷ আর খেলার শেষে হাত মিলোন৷ আমার কাছে এটাই ক্রীড়াভাবনা৷’’